X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কাজাখস্তান আলোচনা: সরকারের সঙ্গে সরাসরি বৈঠক করবে না সিরীয় বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ১৮:১২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:১২
image

কাজাখ আলোচনা সিরিয়ার সংঘাত সমাধানের লক্ষ্য নিয়ে রাশিয়া ইরান ও তুরস্কের মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীদের প্রতিনিধি দলটি এরইমধ্যে দেশটির সরকারের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ার সরকারবিরোধী পক্ষের সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে। আর তাই এবারের আলোচনাও শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে সর্বশেষ ২০১৬ সালের প্রথম দিকে হয়েছিল যা স্থগিত হয়ে যায়। ওই আলোচনায় মধ্যস্থতা করেছিল জাতিসংঘ।

কাজাখস্তানের শান্তি আলোচনায় সিরিয়ার সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। আর বিদ্রোহীদের সমর্থন দিয়েছে তুরস্ক।   

সোমবার বিরোধীদের মুখপাত্র ইয়াহিয়া আল আরিদি আলজাজিরাকে বলেন, ‘এ আলোচনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য যদি গুরুত্ব সহকারে কাজ করা হয় তবে সেখানে আনুষ্ঠানিকতার বিষয় খুব একটা জরুরি হয় না। আমরা অস্ত্রবিরতি নিয়ে কোনও প্রতিশ্রুতির লক্ষণ দেখতে পাইনি। সবার আগে এ ব্যাপারে স্বচ্ছতা ও সমঝোতা থাকা উচিত। এখানে আসা এবং এখানে সব পক্ষকে একসঙ্গে পাওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে বিষয়টিকে রাশিয়া গুরুত্ব সহকারে নিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এর বাস্তবায়ন দেখতে চাই। আর সেকারণে বিষয়গুলো আমাদের জন্য পুরোপুরি আশাবাদী হওয়ার মতো নয়।’

এদিকে বিদ্রোহীদের প্রতিনিধি দলটি যদি সরকারের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় না বসে তবে তা আদৌ ফলপ্রসূ হেব কিনা তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন কূটনীতিকরা। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ জামজুম বলেন, ‘এ আলোচনা আদৌ কতটা কার্যকর হবে তা নিয়ে কূটনীতিক সূত্রগুলো দুশ্চিন্তায় পড়েছেন। কারণ, সরকারি প্রতিনিধি ও বিরোধীরা যেন মুখোমুখি আলোচনায় বসতে পারেন সেভাবেই এসব বৈঠকের পরিকল্পনা করা হয়ে থাকে।’

আলোচনায় জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্তাফান দ্য মিসতুরা উপস্থিত থাকবেন। কাজাখস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তাদের দেশের প্রতিনিধি হিসেবে আলোচনায় উপস্থিত থাকবেন। কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,  মঙ্গলবারের মধ্যে শান্তি আলোচনার সমাপ্তি হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় ২০১৬ সালের ২৯ ডিসেম্বর থেকে সিরিয়াজুড়ে অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হয় আসাদ সরকার ও সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো। ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে সিরিয়াজুড়ে এ অস্ত্রবিরতি কার্যকর হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা সংশ্লিষ্ট জাবাথ ফাতেহ আল-শাম এবং কুর্দি ওয়াইপিজি বিদ্রোহীরা ছাড়া বাকি পক্ষগুলো এ অস্ত্রবিরতির অন্তর্ভুক্ত। সরকারি বাহিনীর বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে বিদ্রোহীরা।

/এফইউ/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া