X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তোষকের নিচে ২ কোটি ডলার!

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ০৭:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ০৭:৫৭

তোষকের নিচে ২ কোটি ডলার টাকার গদিতে শুয়ে থাকার কথা আমরা বলে থাকি, তবে তা প্রতীকী অর্থে। সত্যি সত্যি কি কেউ আর টাকার গদি বানায়? এমন ঘটনা যে পৃথিবীতে একেবারেই নেই, তা বলা যায় না। আর তারই প্রমাণ দিলেন ব্রাজিলের ক্লেবার রেনে রিজেরিও রোচা। নিজের বিছানার তোষকের নিচে তিনি সাজিয়ে রেখেছিলেন টাকা। আর তা সামান্য পরিমাণে নয়, একেবারে দুই কোটি ডলার! টাকার অঙ্কে তা প্রায় একশ ৬০ কোটি টাকা!
এমন ঘটনাই উদঘাটন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ম্যাসাচুসেটসের ওয়েস্টবরোতে ব্রাজিলের ওই ব্যক্তির বিছানায় জাজিমের নিচ থেকে তারা বের করেছে এই বিপুল পরিমাণের অর্থ। এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
খবরে বলা হয়, ব্রাজিল থেকে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছিলেন রিজেরিও রোচা। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয় বলছে, রোচা এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রে। ওই ব্যক্তি ‘পিরামিড স্কিম’ নামের বিশেষ এক ধরনের ব্যবসায়িক কার্যক্রমের প্রত্যক্ষদর্শী হিসেবে তথ্য গোয়েন্দা সংস্থাকে জানাচ্ছিলেন। এই কার্যক্রমে কোনও ব্যবসায় কাউকে অন্তর্ভুক্তির মাধ্যমে টাকা দেওয়া হয়। রোচা ও ওই প্রত্যক্ষদর্শী ব্যক্তি হাডসনের একটি রেস্টুরেন্টে দেখা করেন। সেখানে ওই ব্যক্তির কাছ থেকে একটি স্যুটকেসে করে ২২ লাখ ডলার নিয়ে যান রোচা।
গোয়েন্দা সংস্থার এজেন্টরা রোচাকে অনুসরণ করে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে গ্রেফতার করে রোচাকে। এরপর তার অ্যাপার্টমেন্ট তল্লাশি করতে গিয়েই বেরিয়ে আসে জাজিমের নিচ থেকে দুই কোটি ডলার। পরে রোচার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনে তারা।
গোয়েন্দা সংস্থা বলছে, রোচা কাজ করছিল কার্লোস ওয়ানজেলারের একজন বাহক হিসেবে। ম্যাসাচুসেটসভিত্তিক ইন্টারনেট ফোন সার্ভিস কোম্পানি টেলেক্স ফ্রি ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা এই কার্লোস। কিন্তু তার এই ব্যবসায় পেছনে রয়েছে পিরামিড স্কিম, যার মাধ্যমে মানুষ ঠকিয়ে একশ কোটি ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। তারই একটি অংশ ধরা পড়ল রোচার তোষকের নিচে।

আরও পড়ুন-

টিপিপি বাতিলের পর নিম্নমুখী মার্কিন পুঁজিবাজার

ট্রাম্পের কাছে সিরিয়ান শিশুর খোলা চিঠি


/টিআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপদাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপদাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট