X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পশ্চিমতীরের বসতিতে আরও ২৫০০ ঘর-বাড়ি স্থাপন করবে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ১০:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১০:০৮
image

রামাল্লাহর কাছের বসতিতেও নতুন ১০০টি ঘরবাড়ি স্থাপন করা হবে দখলকৃত পশ্চিমতীরে ইহুদি বসতিগুলোতে নতুন করে আরও ২৫০০ ঘর-বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতোনিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিয়েবারম্যান দাবি করেছেন, আবাসনের প্রয়োজন বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সরকারের এ পরিকল্পনা শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে বাধাগ্রস্ত করবে উল্লেখ করে ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পর দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘোষণা দিলো ইসরায়েল।

মঙ্গলবার নতুন করে যে আড়াইহাজার ঘর-বাড়ি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে তার বেশিরভাগই পশ্চিম তীরের বসতি এলাকায়। একশোটি ঘরবাড়ি রামাল্লাহর কাছের বেইত এল বসতি এলাকায় স্থাপন করা হবে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পরিবার পরিচালিত একটি ফাউন্ডেশন এ বসতি এলাকায় তহবিল যুগিয়েছে বলে বলা হচ্ছে।

নতুন ঘর-বাড়ি স্থাপনের ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু আরও বসতি স্থাপনের ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আমরা নির্মাণ করছি এবং নির্মাণ করে যাব।’

এদিকে ইসরায়েল সরকার ঘোষিত এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)। সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য হানান আশরাউয়ি বলেন, ‘আরও একবার ইসরায়েলি সরকার প্রমাণ করলো যে দ্বৈত রাষ্ট্রের সমাধান এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেয়ে ভূমি চুরি এবং উপনিবেশবাদের ক্ষেত্রে তারা বদ্ধপরিকর।’

উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে প্রায় ৫ লাখ ইহুদি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না।

/এফইউ/ 

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা