X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাশিয়ার ওপর ওবামার জারি করা কিছু নিষেধাজ্ঞা বাতিল করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৪

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে রাশিয়ার ওপর জারি করা সদ্য বিদায়ী ওবামা প্রশাসনের কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে সাইবার সিকিউরিটি বিষয়ক কয়েকটি লেনদেনের অনুমতি দেয়। যদিও ট্রাম্প প্রশাসন এটাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হিসেবে মানতে রাজি নয়। হোয়াইট হাউসের দাবি, এই পরিবর্তন জটিল নীতির রুটিন ওয়ার্ক।

বিদায়ী প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের জারি করা এ নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্টের রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছিল। ওবামা নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

হোয়াইট হাউসের মুখপাত্র শ্যন স্পাইসার জানিয়েছেন, এর ফলে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতির কোনও পরিবর্তন ঘটছে না। তিনি এটা কে নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে উল্লেখ করেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, এর ফলে তারা রাশিয়ার কাছে ইলেক্ট্রিক পণ্য বিক্রি করতে পারবে না। রাশিয়ায় এনক্রিপশন টেকনোলজি আমদানি নিয়ন্ত্রণ করে এফএসবি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘটনাকে রাশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নীতির পরিবর্তন নয় দাবি করলেও এফসবির সাবেক পরিচালক ও রুশ সংসদ ডুমার সদস্য নিকোলাই কভালিয়ভ মনে করেন, ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক উন্নতির লক্ষ্মণ। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে সন্ত্রাসবাদবিরোধী যৌথ কাজ আসলে শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

ট্রাম্প প্রশাসনের এ নিষেধাজ্ঞার সমালোচনা হচ্ছে রিপাবলিকান শিবির থেকে। রিপাবলিকান সিনেটর জনক ম্যাককেইন ও লিন্ডসে গ্রাহাম রাশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে আরও কঠোর করার দাবি জানিয়েছেন। সূত্র: ইউএসএ টুডে।

/এএ/

সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী