X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রবাসীদের কাছে সবচেয়ে নিরাপদ বিশ্বের যে ১১টি দেশ

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৬

প্রবাসীদের কাছে সবচেয়ে নিরাপদ বিশ্বের যে ১১টি দেশ নিজ দেশ ছেড়ে কাজের জন্য কিংবা স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে মানুষ ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে। সম্প্রতি বিদেশ বাস করা ও কর্মরতদের সবচেয়ে নেটওয়ার্ক ইন্টারন্যাশনস নামক প্রতিষ্ঠান ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে প্রবাসীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে। জরিপের ফল অনুসারে তারা শীর্ষ ১১টি দেশের তালিকা প্রকাশ করেছে।

জরিপ পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৯১টি দেশে বসবাসরত ১৭৪ জাতিগোষ্ঠীর ১৪ হাজার ৩০০ জন প্রবাসীর কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়। তার মধ্যে একটি প্রশ্ন ছিল ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে কোন দেশকে তারা নিরাপদ মনে করেন।  জরিপ অনুসারে, প্রবাসীদের জন্য নিরাপদ শহর ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশ রয়েছে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নেই তালিকায়।

বিশ্বের নিরাপদ ১১টি দেশ

১১. ওমান

মধ্যপ্রাচ্যের এই দেশে জীবনযাত্রার ব্যয় অনেক কম। অপরাধের অনেক কম হওয়ার কারণে দেশটি প্রবাসীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।

১০.  তাইওয়ান

চাকরির নিশ্চয়তার কারণে দেশটি জনপ্রিয়। বিশেষ করে ক্যারিয়ারের উন্নতির সুযোগ থাকায় তা প্রবাসীদের কাছে বিশ্বের অন্যতম নিরাপদ দেশে পরিণত হয়েছে।

৯. ফিনল্যান্ড

জরিপে অংশ নেওয়া দশ জনের মধ্যে সাত প্রবাসী জানিয়েছে, ব্যক্তিগত নিরাপত্তাকে তারা এখানে আসার কারণ হিসেবে মনে করেন।

৮. নিউ জিল্যান্ড

প্রবাসীদের বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হচ্ছে নিউ জিল্যান্ড। দেশটি দুটি প্রধান দ্বীপের সমন্বয়ে গঠিত।

৭. নরওয়ে

সম্পর্কের খাতিরে অথবা পরিবার নিয়ে আসা প্রবাসীদের কাছে দেশটির নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

৬. সুইজারল্যান্ড

বিশ্বের অন্যতম ধনী এই দেশটিতে অপরাধের হার অনেক কম। প্রবাসীরা মনে করেন, এখানে শান্তিপূর্ণভাবে বাস করা যায়।

৫. মাল্টা

মাত্র ৪ লাখ বাসিন্দার দেশ মাল্টা ব্রিটিশ প্রবাসীদের কাছে অনেক জনপ্রিয়। কারণ এখানে বাস করার অনুমতি পাওয়া যায় সহজে। এছাড়া মনোরম পরিবেশ এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা অনেক ভালো।

৪. কানাডা

ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা সূচকে প্রবাসীরা কানাডাকে তালিকার উপরের দিকেই রেখেছেন। অপরাধের নিম্ন হারের কারণেই প্রবাসীরা দেশটিকে পছন্দ করেন।

৩. জাপান

দেশটিতে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা। প্রবাসীরা শান্তিপূর্ণ পরিবেশের জন্য দেশটিকে পছন্দের তালিকায় রেখেছেন।

২. সিঙ্গাপুর

এশিয়ার এই দ্বীপ দেশটি বিশ্বের অন্যতম একটি ধনী রাষ্ট্র। কর্পোরেট অপরাধের হার অনেক কম এবং ব্যক্তিগত নিরাপত্তার সূচকে দেশটি ভালো অবস্থানে রয়েছে।

১. লুক্সেমবার্গ

দেশটিতে মাত্র ৫ লাখের মতো মানুষের বাস। কিন্তু বিশ্বের মধ্যে এখানেই অপরাধের হার সবচেয়ে কম।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও