X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘খুনি’ পুতিনের সাফাই গেয়ে তোপের মুখে ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৯

পুতিন-ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক হত্যা ও ইউক্রেনে অভিযান সমর্থনের কথা বলে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবার আগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনেটর মিচ ম্যাককনেল। একইভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে ডেমোক্র্যাট শিবির থেকে।

ফক্স নিউজের সঙ্গে শনিবারের এক সাক্ষাৎকারে 'রাশিয়াকে সঙ্গে নিয়ে চলার' পক্ষে মত দেন। পুতিন খুনি, তারপরও তাকে সমর্থন করেন আপনি? ফক্স নিউজের এমন প্রশ্নের জবাবে পুতিনের হত্যাকাণ্ডকে একরকম ন্যায্যতাই দিয়ে বসেন ট্রাম্প। প্রশ্ন তোলেন মার্কিন রাজনীতির হত্যাকাণ্ড নিয়েও।  
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এর বিল ও’রেইলিকে দেওয়া ওই সাক্ষাৎকারে পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শ্রদ্ধা করি। আমি আরও অনেক লোকজনকেই শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সবার সঙ্গে আমি একভাবেই চলি।’ পুতিনের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে  ট্রাম্প বলেন, ‘তিনি তার দেশের নেতা। আমি যা বলছি, তা হলো - রাশিয়াকে সঙ্গে নিয়ে চলাটাই আমাদের জন্য ভালো। যদি তারা বিশ্বব্যাপী এ সময়ের সবচেয়ে বড় হুমকি আইএস এবং ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করে, তাহলে এটা অবশ্যই একটি ভালো বিষয়। আমার কি তার সঙ্গে চলা উচিত নয়?’

এর বিপরীতে ও’রেইলি ট্রাম্পের কথা সমর্থন না করে পুতিন সম্পর্কে বলেন, ‘তিনি একজন খুনী হলেও তাকে সমর্থন করবেন? পুতিন একজন খুনী।’ ও’রেইলি বক্তব্যের জবাবে ট্রাম্প পুতিনের চালানো ‘হত্যাকাণ্ড’ই শুধু নয়, অন্যান্যদের হত্যাকাণ্ডকেও সামনে নিয়ে আসেন। প্রশ্ন তোলেন মার্কিন ক্ষমতাশালীদের নিয়েও। বলেন, ‘এখানেও অনেক হত্যাকারী রয়েছে। আমাদেরও অনেক হত্যাকারী রয়েছে। আপনি কি মনে করেন, আমাদের দেশটা নিষ্পাপ?’

ট্রাম্পের এ সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরই রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির থেকে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়।  সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেন, আমি মনে করিনা রাশিয়ানদের পদ্ধতির সঙ্গে যুক্তরাষ্ট্রের পদ্ধতির কোনও মিল রয়েছে। তিনি (পুতিন) একজন সাবেক কেজিবি গুপ্তচর,  একজন খুনি এবং গ্রহণযোগ্য কোনও নির্বাচনে জয়ীও হননি।

একই ধরনের সমালোচনা করেছেন রাশিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা মাইকেল ম্যাকফাউল। ট্রাম্পের মন্তব্যকে তিনি ন্যাক্কারজনক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে নৈতিক সমতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন ট্রাম্প, তা একেবারে ন্যাক্কারজনক।

মূলধারার রিপাবলিকান নেতারা পুতিনের সঙ্গে দূরত্ব বজায় রাখতে ট্রাম্পকে আহ্বান জানালেও বাস্তবে তার কোনও প্রতিফলন ঘটছে না। পুরো নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প রুশ নেতার সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থেই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত।

সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস প্রকাশ্যেই ট্রাম্পের সমালোচনা করেছেন। টুইটে তিনি বলেছেন, নীতি পরিবর্তনের নতুন ঘটনা গভীর সংকটের জন্ম দেবে।

উল্লেখ্য, পুতিনের সমর্থনে এবারই প্রথম মুখ খোলেননি ট্রাম্প। নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প তার বক্তব্যে ওবামা ও পুতিনের তুলনায় বলেন, ‘রুশ প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টের থেকে অনেক ভালো।’ তিনি আরও বলেন, ‘নিজ দেশের ওপর তার (পুতিন) অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে।’ ৮২ শতাংশ জনগণের সমর্থন পুতিনের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরেও পুতিনের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তিনি আরও বলেছিলেন, এটা তার জন্য খুবই গর্বের বিষয় যে, পুতিন তাকে ‘প্রতিভাবান’ বলে উল্লেখ করেছেন।

এছাড়া সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা দাবি করেছে। তাদের দাবি, ট্রাম্পকে জয়ী করার জন্যই পুতিন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছেন। যদিও ট্রাম্প বারবার অস্বীকার করার পর শেষ পর্যন্ত স্বীকার করেন। সূত্র: নিউজ এইটটিন।

/এএ/

সম্পর্কিত
বিএনপি ফের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পেয়ে যাবে: ওবায়দুল কাদের
খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
সর্বশেষ খবর
চোখের জলে পাইলট জাওয়াদকে বিদায়
চোখের জলে পাইলট জাওয়াদকে বিদায়
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
শেষের দিকে সোহেলের ভুলে আবাহনীর ড্র
শেষের দিকে সোহেলের ভুলে আবাহনীর ড্র
মা দিবসে কী উপহার দেবেন মাকে?
মা দিবসে কী উপহার দেবেন মাকে?
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক