X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ট্রেন থেকে পালিয়ে গেল ভারতের ৫৯ কোবরা কমান্ডো

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৯
image

সিআরপিএফ কমান্ডো ভারত অধিকৃত কাশ্মির থেকে প্রশিক্ষণ শেষে বিহারে কর্মস্থলে যাওয়ার পথে ৫৯ জন কোবরা কমান্ডো পালিয়ে গেছেন।

ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর নকশাল প্রতিরোধ স্কোয়াড কোবরা কমান্ডো। সপ্তাহ পাঁচেকের প্রশিক্ষণ শেষে কাশ্মির থেকে বিহারের গয়ায় কর্মস্থলে আসছিলেন তারা। কিন্তু ফেরার পথেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

শিয়ালদহ-জম্মু এক্সপ্রেস ট্রেনে করে কমান্ডোরা বিহারে আসছিলেন। কিন্তু সোমবার রাতে ট্রেনটি মুঘলসরাই স্টেশনে ঢোকার পর, ওই ৫৯ জন জওয়ান পালিয়ে যান। ট্রেন থেকে নামার পর আর কোনও খোঁজ মেলেনি ওই জওয়ানদের ওই দলটির।

জানা গেছে, গয়ায় পৌঁছনোর পর, মাওবাদী অধ্যুষিত বিভিন্ন এলাকায় মোতায়েন করা হতো ওই ৫৯ জনকে।

এক সিআরপিএফ কর্মকর্তা জানান, গত রাতে পলাতকরা কেউই কিছু জানতে দেননি। দিল্লির সদর দফতর থেকে এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১১ সালে তাদের আধাসামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। পালানোর ঘটনাটিকে ‘অননুমোদিত অনুপস্থিতি’ বলে উল্লেখ করে এক বিবৃতিতে সিআরপিএফ জানিয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমান্ডোরা বিনা অনুমতিতে বাড়ি চলে গেছেন। ওই কমান্ডোদের বেশিরভাগের বাড়িই বিহার ও উত্তর প্রদেশে।

সিআরপিএফ-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘সোমবার ওই দলটির গয়ায় ২০৫-কোবরা ইউনিটের হেড কোয়ার্টারে যোগ দেওয়ার কথা ছিল। নকশালদের প্রতিরোধ করার জন্য দলটিকে সেখানে নিয়োজিত করা হয়। যে কয়েক জন প্রশিক্ষক ও হাবিলদারের সঙ্গে তাদের ভালো যোগাযোগ ছিল, এ দিন তাঁদের কয়েক জনও কাজে আসেননি। যোগাযোগ করা হলে তারা জানান, মঙ্গলবারের মধ্যে তারা কাজে যোগ দেবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস, পিটিআই।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা