X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গোপনে ১৩ হাজার বন্দিকে ফাঁসিতে ঝুলিয়েছে সিরিয়া: অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৮
image

৮৪ প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে সিরিয়ার দামেস্কের কাছে একটি কুখ্যাত কারাগারে পাঁচ বছরে ১৩ হাজার মানুষকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ‘একটি গোষ্ঠীকে নির্মূল করে দেওয়ার জন্য সরকারি নীতিমালার’ অংশ হিসেবে এসব ফাঁসি কার্যকর করা হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এসব অভিযোগ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সামিল বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি। এখনও সিরিয়ায় এ ধরনের কর্মকাণ্ড চলে থাকতে পারে বলেও আশঙ্কা জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ‘হিউম্যান স্লটারহাউস: ম্যাস হ্যাংগিং এন্ড এক্সটারমিনেশন অ্যাট সায়েদনায়া প্রিজন’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে অ্যামনেস্টি। নিরাপত্তারক্ষী, বন্দি ও বিচারকরাসহ ৮৪ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে মানবাধিকার সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে সিরিয়ার কুখ্যাত সায়েদনায়া কারাগারে প্রতি সপ্তাহে অন্তত একবার ৫০ জনের মতো একটি দলকে বিধিবহির্ভূতভাবে বিচারের জন্য নিয়ে যাওয়া হতো। তাদেরকে পেটানোর পর মাঝরাতে গোপনে ফাঁসিতে ঝোলানো হয়। লাশগুলো গোপনে লরিতে করে নিয়ে যাওয়া হতো। পরে তাদের গণকবর দেওয়া হয়।

সেনা পরিচালিত সায়াদনায়া বন্দিশালাটি দামেস্ক থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সিরিয়ার সবচেয়ে বড় বন্দিশালা এটি। ফাঁসির ঘটনা প্রত্যক্ষ করেছেন এমন এক সাবেক বিচারক অ্যামনেস্টিকে জানান, ১০-১৫ মিনিট ধরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হতো। কম বয়সীদের ওজন কম হওয়ায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যেত না। তাদেরকে নিচে টেনে ঘাড় ভেঙে দেওয়া হতো।

অ্যামনেস্টির প্রতিবেদনে আরও বলা হয়, পুরো প্রক্রিয়া চলার সময় বন্দিদের চোখ বাঁধা থাকতো। কখন এবং কিভাবে তাদের হত্যা করা হবে তাও জানতেন না বন্দিরা। অ্যামনেস্টি জানায়, যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং আসাদ সরকারের বিরোধী।

অ্যামনেস্টির অভিযোগ, সায়াদনায়া কারাগারের বন্দিদেরকে ধর্ষণ করা হয়েছে কিংবা একে অপরকে ধর্ষণে বাধ্য করা হয়েছে।  

উল্লেখ্য, জাতিসংঘের হিসেব অনুযায়ী, সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৪ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। গরহারা হয়েছে লাখ লাখ মানুষ।

/এফইউ/

 

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ