X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়া কর্মীদের আইনি সহায়তার প্রতিশ্রতি স্টারবাকসের

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৫
image

স্টারবাকস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় কফি প্রস্তুতকারক কোম্পানি স্টারবাকস-এর কর্মীদের আইনি সহায়তা নিয়ে চিন্তিত হতে হবে না। স্টারবাকস জানিয়েছে, কর্মী ও তাদের পরিবারকে তারা বিনামূল্যে আইনি সহায়তা দেবে।

সোমবার কর্মীদের উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে স্টারবাকস-এর নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, কোম্পানিটি আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়াং-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই আইনি প্রতিষ্ঠানটি স্টারবাকস-এর কর্মী ও তাদের পরিবারকে বিনামূল্যে অভিবাসন সম্পর্কিত আইনি সহায়তা দেবে বলে ওই চিঠিতে জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চিঠিতে একটি বিশেষ ইমেইল ঠিকানা রয়েছে, যেখানে কর্মীরা নিজেদের তথ্যসহ অভিবাসন ও ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কিত যে কোনও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।

অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মতো স্টারবাকস-এর সিইও হাওয়ার্ড শুলজও ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি গত ২৯ জানুয়ারি এক নির্দেশনায় কর্মীদের জানান, এই নিষেধাজ্ঞায় তিনি মর্মাহত হয়েছেন। শুলজ আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী ৭৫টি দেশ থেকে তিনি ১০ হাজার কর্মী নিয়োগ দেবেন।

উল্লেখ্য, ২৭ জানুয়ারি ট্রাম্প এক নির্বাহী আদেশে পরবর্তী চারমাসের জন্য সব ধরনের শরণার্থী কার্যক্রম বন্ধ করেন। পরবর্তী তিন মাসের জন্য সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের (ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন) নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুক্রবার এক ফেডারেল বিচারক ট্রাম্পের ওই নির্বাহী আদেশ স্থগিত করে রুল জারি করেন। 

আদালতের আদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যাওয়ায় নিষেধাজ্ঞাভুক্ত সাত দেশের বৈধ ভিসাধারী নাগরিকরা পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পায়।

তবে স্থগিতাদেশের একদিন পরই শনিবার এর বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসনের অধীন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আপিলে তাৎক্ষণিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আবেদন জানানো হলেও তা অগ্রাহ্য করা হয়। সোমবার ওই নিষেধাজ্ঞার ব্যাপারে হোয়াইট হাউস ও বিচার বিভাগকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেয় আপিল আদালত। এ বিষয়ে এখনও চূড়ান্ত রায় জানাননি আদালত।

সূত্র: সিএনএন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট