X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক টাই ব্রেকিং ভোটে মার্কিন শিক্ষামন্ত্রী হলেন ডেভোস

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৪
image

বেটসি ডেভোস অনেক অনিশ্চয়তার পর অবশেষে মার্কিন শিক্ষামন্ত্রী হিসেবে বেটসি ডেভোসের নিয়োগ চূড়ান্ত হয়েছে।  যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঐতিহাসিক মধ্যস্থতায় শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি। পক্ষে-বিপক্ষের ভোট সমান সমান হয়ে যাওয়ায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটে টাই ব্রেকিং ভোট প্রদানের মাধ্যমে ডেভোসের নিয়োগ চূড়ান্ত করেন পেন্স। একজন মন্ত্রীর মনোনয়ন টেকাতে ভাইস প্রেসিডেন্টের ভোটের প্রয়োজন পড়ার এ ঘটনাটি যুক্তরাষ্ট্রের জন্য নজিরবিহীন।

ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত বেটসি ডেভোসকে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া নিয়ে সিনেট বিভাজিত হয়ে পড়ে। রিপাবলিকানদের মধ্যেও বিরোধিতা দেখা যায়। ৪৬ ডেমোক্র্যাট ও দুইজন স্বতন্ত্র সিনেটরের পাশাপাশি দুই রিপাবলিকানও তার বিরোধিতা করেন। শিক্ষামন্ত্রীর নিয়োগ নিশ্চিত করা নিয়ে সিনেটের শুনানিতে তারা দাবি করেন, ডেভোস শিক্ষা বিভাগ পরিচালনায় প্রস্তুত নয়। সিনেটের ভোটাভুটিতে ডেভোসের পক্ষের ও বিপক্ষের ভোট সমান হয়ে যায়। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত ভোটের প্রয়োজন পড়ে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটির ভাইস প্রেসিডেন্ট সিনেটের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। সিনেটে পক্ষে-বিপক্ষের ভোট সমান হয়ে গেলে অর্থাৎ টাই হয়ে গেলে টাই ব্রেকিং ভোটটি সিনেটের প্রেসিডেন্টকে দিতে হয়। আর তাই ডেভোসের ক্ষেত্রে সিদ্ধান্ত ভোটের জন্য পেন্সের শরণাপন্ন হয় সিনেট। পরে তার মধ্যস্থতায় ডেভোসের নিয়োগ চূড়ান্ত হয়।

ভোটাভুটি শেষে বেটসি ডেভোস এক টুইটে সিনেট প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রাইমারি জিতে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হওয়ার পরও ট্রাম্পের বিরোধিতা অব্যাহত রেখেছিলেন ধনকুবের বেটসি ডেভোস। তিনি সরাসরি মন্তব্য করেছিলেন, ‘ট্রাম্প নাক গলানো স্বভাবের মানুষ। তাকে দিয়ে রিপাবলিকান পার্টিকে বিবেচনা করা যায় না।’

তবে ডেভোসকে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করার পর ট্রাম্প তার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ডেভোস একজন মেধাবী ও উৎসাহী শিক্ষা পরামর্শক হিসেবে আমাদের নেতৃত্ব দেবেন’।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা