X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাঁচ সপ্তাহে মার্কিন পুলিশের হত্যাকাণ্ডের শিকার ১২৯ জন

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৯
image

সান্ড্রা ব্লান্ড চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ১২৯ জনকে হত্যা করেছে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কিলড বাই পুলিশ’ এই তথ্য জানিয়েছে।

২০১৩ সাল থেকে পুলিশের হাতে নিহত সকল ব্যক্তির তথ্য-বিবরণসহ পূর্ণ তালিকা প্রতিনিয়ত হালনাগাদ হচ্ছে ‘কিলড বাই পুলিশ’-এর ওয়েবসাইটে (কিলডবাইপুলিশ ডট নেট)। যেখানে সর্বশেষ যুক্ত নাম অ্যালেক্স ক্রিস্টোফার ডেভিস।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছে, নিরাপত্তাবাহিনীকে আরও ক্ষমতা দেওয়া হবে। আর এতে পুলিশের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা আরও দ্রুত গতিতে বাড়বে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে নাগরিক অধিকারের পাতা সরিয়ে দিয়েছেন। আইন-প্রয়োগকারী সংস্থাকে তিনি অতিরিক্ত ক্ষমতা দেবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ওবামা প্রশাসন পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তদন্তে জাতীয় পর্যায়ে যে কমিটি গঠন করেছিল, তার ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের আমলে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, ২০১৬ সালে ৯৬৩ জনকে গুলি করে হত্যা করেছে মার্কিন পুলিশ।

চলতি বছরের প্রথম পাঁচ সপ্তাহে যে হারে পুলিশের হাতে মানুষ নিহত হয়েছেন, তা অব্যাহত থাকলে বছরের শেষ নাগাদ নিহতের সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেশি হবে।

তবে ওইসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে পুলিশকে দোষী সাব্যস্ত করার সংখ্যাটা নিতান্তই নগণ্য। গত ডিসেম্বরে এক বিচারক ওয়াল্টার স্কটকে হত্যা করা পুলিশ কর্মকর্তা মাইকেল স্ল্যাগারকে ক্ষমা করে দেন। স্কটকে পেছন থেকে একাধিকবার গুলি করে হত্যা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণাঙ্গ যুবতী সান্ড্রা ব্লান্ডকে পুলিশ হেফাজতে হত্যা করা হয় তার জন্মদিনে। ১৭ বছরের কিশোর ট্রেভন মার্টিনকে তার প্রতিবেশি এক স্বেচ্ছাসেবী পুলিশ কর্মকর্তা জর্জ জিমারম্যান হত্যা করেন। বেঁচে থাকলে আজ মার্টিনের বয়স হতো ২২। 

সান্ড্রা নিহতের পর বিক্ষোভ

সান্ড্রা ব্লান্ডকে গ্রেফতার করা হয় সামান্য ট্রাফিক আইন অমান্যের জন্য। তিন দিন পর তাকে জেলের এক কক্ষে অসার অবস্থায় পাওয়া যায়। সান্ড্রাকে গ্রেফতার করা পুলিশ কর্মকর্তা ব্রায়ান ইনসিনিয়াকে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপনের জন্য অভিযুক্ত করা হয়। কিন্তু সান্ড্রাকে হত্যার জন্য কোনও অভিযোগ গ্রহণ করেননি আদালত।

প্রায় দুই বছর আগে নিহত হওয়ার সময় সান্ড্রার বয়স ছিল ২৮। তাকে গ্রেফতারের ভিডিও প্রকাশের পর গণরোষের মুখে পড়ে স্থানীয় প্রশাসন। ভিডিওতে দেখা যায়, সান্ড্রার মাথায় থাপ্পড় দিয়ে তাকে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে। অথচ আদালতে দেওয়া বিবৃতিতে ব্রায়ান বলেছেন, সান্ড্রা নাকি তার সঙ্গে লড়াই করছিল এবং তার আচরণ সহযোগিতামূলক ছিল না।

সান্ড্রাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেন ব্রায়ান। আর তিন দিন পর তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কারাগারের ডাক্তার এই ঘটনাকে আত্মহত্যা বলে রায় দিয়ে মামলার সমাপ্তি টানা হয়।

এই রায়কে চ্যালেঞ্জ করেছে সান্ড্রার পরিবার। দোষী প্রমাণিত হলে ব্রায়ানকে চার হাজার ডলার জরিমানা ও সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। গত বছর থেকে তিনি ছুটিতে রয়েছেন।

সান্ড্রার মা জেনেভা রিড-ভেলা জানিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি তার আর কোনও আস্থা নেই। তিনি বলেন, ‘আমি ক্ষুব্ধ। এটা ন্যায়বিচার হতে পারে না।’  

সান্ড্রার পরিবার টেক্সাসের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি-তে একটি অভিযোগ দায়ের করেন। পরে ১৯ লাখ ডলারের বিনিময়ে ওই মামলাটি দফারফা হয়।

সান্ড্রা নিহত হওয়া প্রসঙ্গে টেক্সাস মেট্রোপলিটন পুলিশ অ্যাসোসিয়েশন-এর নির্বাহী পরিচালক কেভিন লরেন্স বলেন, ‘এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা। এমন ঘটনা অপরাধীদের জন্য সহায়ক হবে। জন সুরক্ষায় এমন ঘটনা সহায়ক নয়।’

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট, কিলড বাই পুলিশ।

/এসএ/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়