X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুতিনের বিরুদ্ধে নির্বাচনে লড়তে পারবেন না রুশ বিরোধী দলের নেতা

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৮
image

আলেক্সেই নাভালনি রাশিয়ার প্রধান বিরোধী দলের নেতা আলেক্সেই নাভালনি অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর ফলে আগামী বছর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট জানাচ্ছে, ৪০ বছর বয়সী রাশিয়ার সরকারবিরোধী আন্দোলনের সুপরিচিত এই নেতা

টেলিগ্রাফের খবরে বলা হয়, বুধবার কিরোভ শহরের একটি আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক অ্যালেক্সেই ভিতিউরিন প্রায় পাঁচ লাখ ডলার আত্মসাতের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন।

নাভালনিকে এর আগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বিচারক নাভালনির পূর্বের রায় স্থগিত করে প্রায় আট হাজার ৫০০ ডলার জরিমানা করেছেন।

অর্থ আত্মসাতের এই মামলায় তিনি ২০১৩ সালে প্রথম দণ্ডপ্রাপ্ত হন। তখন রাশিয়ার একটি আদালত কাঠ বিক্রি থেকে সরকারি অর্থ আত্মসাতের দায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

পরবর্তীতে মানবাধিককার বিষয়ক ইউরোপীয় আদালত তার প্রথম বিচারে ‘সুষ্ঠু শুনানি’ হয়নি বলে অভিযোগ জানালে, পুনরায় শুনানি অনুষ্ঠিত হয় মামলাটির।

তবে নাভালনি তার ওপর আনা সকল অভিযোগ অস্বীকার করে এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন। তার দাবি, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই পরিকল্পিত এই দণ্ডাদেশ দেওয়া হয়।

আলেক্সেই বলেন, ‘রাজনীতি থেকে আমাকে দূরে সরিয়ে রাখার জন্যই এমন অভিযোগ আনা হয়েছে।’ রাশিয়ার আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আন্তজার্তিক মানবাধিকার সংস্থা যেন এই অভিযোগ বিচারের দায়িত্ব নেয়।’

উল্লেখ্য, রুশ আইনে কেউ আদালতে অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।

তবে আদালতের রায়ের পরও তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আশাবাদী। রুশ সংবিধান অনুযায়ী, কারাগারে না থাকা যে কোনও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি এ বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।  

২০১১ ও ২০১২ সালে আলেক্সেই পুতিন সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করতে সক্ষম হন। ২০১৩ সালে মস্কোর মেয়র নির্বাচনের ঠিক আগমুহূর্তে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, নাভালনি এক কাঠ বিক্রির ঘটনা থেকে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। উত্তর রাশিয়ার কিরোভ অঞ্চলে ওই চুক্তির সময় নাভালনি স্থানীয় সরকারের অবৈতনিক উপদেষ্টা ছিলেন।

সূত্র: ইনডিপেন্ডেন্ট, আলজাজিরা।

/এসএ/ 

সম্পর্কিত
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া