X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের নিষেধাজ্ঞা ডিঙিয়ে সেই ইরানি শিশু যুক্তরাষ্ট্রে, চলছে চিকিৎসা

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১২
image

ট্রাম্পের নিষেধাজ্ঞা ডিঙিয়ে সেই ইরানি শিশু যুক্তরাষ্ট্রে, চলছে চিকিৎসা অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সমর্থ হলো সদ্যজাত সেই ইরানি শিশুটি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক খবরে বলা হয়েছে, এরইমধ্যে চিকিৎসা সেবা নিতে শুর করেছে শিশুটি।
সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপের পরও বিশেষ বিবেচনায় এক ইরানি শিশুকে যুক্তরাষ্ট্রে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। মুসলিম নিষেধাজ্ঞা কিংবা তা নিয়ে চলমান আইনি জটিলতার মধ্যে পড়তে হয়নি তাকে। মানবিক প্যারলে বিশেষ ভিসা পাওয়ার মধ্য দিয়ে চিকিৎসার অধিকার নিশ্চিত হয়েছে তার।
চার বছরের ওই ইরানি শিশুর নাম ফাতেমা রেশাদ। মারাত্মক হৃদরোগ এবং সম্ভাব্য ফুসফুসের সমস্যায় আক্রান্ত শিশুটির জন্য এর আগে একবার যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করা হলে তা প্রত্যাখ্যাত হয়। পরে চিকিৎসার জন্য আবেদন করলে মানবিক প্যারলে বিশেষ ভিসা পায় শিশুটি। পোর্টল্যান্ডে অবস্থিত দোয়েরবেকার চিলড্রেন’স হসপিটালে তার চিকিৎসা চলছে। এখন অরিগনের স্বাস্থ্য ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ওই হাসপাতালের ডাক্তাররা আশাবাদী, সফল অস্ত্রপচারের মধ্য দিয়ে, সুস্থ হয়ে উঠবে ফাতেমা। 
এরআগে হাসপাতালটির প্রধান চিকিৎসক ডানা ব্র্যানার বলেন, ‘আমাদের সাধ্য অনুযায়ী আমরা সকল শিশুকে চিকিৎসা সেবা দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘ইরানি ওই শিশুকে চিকিৎসা দিতে পেরে আমরা রোমাঞ্চিত।’
ওরেগনের সিনেটর জেফ মারকলি ওই ইরানি পরিবারটিকে ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিসা পেতে সহযোগিতা করেছেন। এতে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং অভিবাসন আইনজীবীরাও সহযোগিতা করেছেন। এ প্রসঙ্গে অ্যান্ড্রু কুয়োমো বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, ফেডারেল সরকার ফাতেমা রেশাদ এবং তার পরিবারকে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দিয়েছে।’ একটি আইন প্রতিষ্ঠান তাদের যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ লরি আর্মসবি বলেন, ‘ফাতেমা এক জটিল হৃদরোগ নিয়েই জন্মেছে। এই বিরল রোগে প্রতি দশ হাজারের মধ্যে মাত্র দু’জন আক্রান্ত হয়।’ তিনি আরও বলেন, ‘হৃদযন্ত্রে সমস্যার ফলে তার ফুসফুসও আক্রান্ত হয়েছে বলে আমাদের ধারণা। তবে তাকে সঠিক সময়েই আমাদের কাছে নিয়ে আসা হয়েছে।’ ‘সার্জারিতে আমাদের ফলাফল বেশ ভালো। আর আশা করি আমরা তাকেও একটি সুন্দর ও কর্মক্ষম জীবন দিতে পারব।’ 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো  এক বিবৃতিতে কুমো বলেন, ‘এ সন্ধ্যায় আমরা আনন্দিত বোধ করছি যে ফেডারেল সরকার ফাতেমা রেশাদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের কাগজপত্র দিয়েছে।’ তিনি আরও জানান, নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের একটি দল ফাতেমা রেশাদকে চিকিৎসা সহায়তা দিতে রাজি হয়েছে। আর একটি আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফাতেমা ও তার পরিবারের ভ্রমণ খরচ যোগানো হচ্ছে।

/এসএ/বিএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা