X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:১৩

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে আতিথ্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুডো এমন একটি সময় মার্কিন সফরে যাচ্ছেন যখন বাণিজ্য ও অভিবাসন নিয়ে এ দুই প্রতিবেশী দেশের অবস্থান বিপরীত। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শেন স্পাইসার এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর মার্কিন সফরের খবর নিশ্চিত করেছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই দেশের মধ্যেকার সম্পর্ককে জোরদার করার লক্ষ্যেই গঠনমূলক আলোচনা করবেন।’
মার্কিন সফর প্রসঙ্গে টুইটারে ট্রুডো লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে শক্তিশালী বন্ধন আমাদের দুই দেশেরই মধ্যবিত্ত শ্রেণির জন্য সহায়ক। ওই সম্পর্ক ধরে রাখতেই সোমবার আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছি।’
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যেকার বাণিজ্য চুক্তি নাফটার ধারাগুলোকে নতুন করে পর্যালোচনা বা এই চুক্তিকে বাতিল করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই চুক্তিকে মার্কিন কর্মসংস্থানের জন্য ‘বিপর্যয়কর’ বলেও অভিহিত করেছেন তিনি।
অন্যদিকে, ট্রাম্পের ঠিক বিপরীতে অবস্থান মুক্ত বাজারের সমর্থক ট্রুডোর। নিজের দেশের অর্থনীতির জন্য তিনি এখনও নাফটার গুরুত্ব সম্পর্কেই কথা বলছেন।
আবার, অভিবাসন ইস্যুতেও ট্রাম্পের বিপরীতে অবস্থান ট্রুডোর। ট্রাম্প যেখানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের অভিবাসীদের প্রবেশ বন্ধ করার চেষ্টা করছেন, সেখানে ট্রুডো কানাডায় শরণার্থীদের আশ্রয় দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। যদিও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত অবস্থান সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ট্রুডো।
এসব পার্থক্য সত্ত্বেও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে তেল বহনকারী কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্প নিয়ে ঐকমত্য দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী। সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রকল্প বন্ধ রাখলেও ট্রাম্প তা শুরুর জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন।
প্রসঙ্গত, ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ট্রুডো তৃতীয় কোনও প্রধানমন্ত্রী হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন। এর আগে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে মার্কিন সফর করেছেন।

আরও পড়ুন-

শরণার্থীদের কেউ কেউ নিশ্চিতভাবেই সন্ত্রাসী: বাশার আল আসাদ

ভেনেজুয়েলায় ১৩০ দেশের ভিসাবিহীন প্রবেশাধিকার, সুযোগ নিচ্ছে জঙ্গিরাও

/টিআর/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
ট্রাম্পের চাপের মুখে পদত্যাগ করলেন রিপাবলিকান পার্টির প্রধান
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়