X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইরানে হামলা করলে যুক্তরাষ্ট্রে অন্ধকার নামবে: তেহরান

‘বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৯
image

ইরানে হামলা করলে যুক্তরাষ্ট্রে অন্ধকার নামবে: তেহরান ইরানে হামলা করলে যুক্তরাষ্ট্রে অন্ধকার নামবে; হুঁশিয়ারি দিয়েছে তেহরান।  বিপ্লব বার্ষিকীতে এই হুঁশিয়ারি দেয় তেহরান। সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী  বলেছিলেন,  আসন্ন বিপ্লব বার্ষিকীতে ইরানকে দেওয়া মার্কিন হুমকির জবাব দেওয়া হবে।

এর ধারাবাহিকতায় বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি এ হুঁশিয়ারি দেন।

ইরানের সামরিক বাহিনীর কমান্ডারদের এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমাকে ভয় কর। কিন্তু না! ইরানের জনগণ তার এ বক্তব্যের জবাব দেবে ২২ বাহমান বিপ্লব বার্ষিকীর দিন। হুমকির জবাবে ইরানের জনগণ কী ধরনের অবস্থান গ্রহণ করে সেদিন তারা তা দেখিয়ে দেবে।”

কয়েকদিন আগে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, “আগুন নিয়ে খেলছে ইরান। প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন তারা তা মোটেই স্বীকার করে না; কিন্তু আমি তা করব না।” এর প্রেক্ষিতে সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীর অনুষ্ঠানে বলেছিলেন, “ট্রাম্প বলেছেন ইরানের জনগণের উচিত সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রতি কৃতজ্ঞ হওয়া। কিন্তু কেন? আমাদের কী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি কৃতজ্ঞ হতে হবে? আমরা কী ইরাক ও সিরিয়ার সহিংসতার আগুনের প্রতি কৃতজ্ঞ হব? ২০০৯ সালে ইরানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েছিলেন ওবামা; আমরা কী তার প্রতি অন্ধ সমর্থন দেব?”

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ওপর সামরিক হামলা চালানো হলে ট্রাম্প প্রশাসনের জন্য অন্ধকার দিন নেমে আসবে বলেও সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আলি আকবর বলেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেওয়ার সাহস যেন ওয়াশিংটন না করে।

তিনি বলেন, ‘আমেরিকানরা খুব ভালো করে জানে যে ইরান ও তার ভূরাজনৈতিক মিত্র দেশগুলো খুব কঠোরভাবে হামলার জবাব দিতে পারে।’ তিনি যোগ করেন, ‘আমেরিকার জন্য তা অন্ধকার দিন ডেকে নিয়ে আসবে।’

উল্লেখ্য, ফারসি ২২ বাহমান হচ্ছে ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী। ১৯৭৯ সালের এ দিনে ইরানের বিপ্লব চূড়ান্তভাবে সফল হয়। প্রতিবছর এই দিনটিতে ইরানের জনগণ সারাদেশে বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বশেষ খবর
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?