X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প হোটেলে সৌদি লবিস্ট, ৯/১১ এর ভুক্তভোগীদের মামলা বাতিলের তোড়জোর

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১১

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শপথের পরে মালিকানাধীন ট্রাম্প হোটেলে রুম বুকিং দিয়েছে এক সৌদি লবিস্ট প্রতিষ্ঠান। যে আইনে ৯/১১-এর ভুক্তভোগীদের সৌদি  আরবের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে, তা বাতিলে সৌদি সরকারের পক্ষে লবিং করবে প্রতিষ্ঠানটি। সৌদি সরকারের অর্থায়নেই ওই মামলা বাতিলের চেষ্টা করবেন তারা। সে অর্থে,  প্রকাশ্যে বিদেশি কোনও সরকারের পক্ষে ট্রাম্প হোটেলে এটাই প্রথম রুম বুকিংয়ের ঘটনা। এতে দেশটির আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে কেউ কেউ মনে করছে।
উল্লেখ্য, ২০১৬ সালের মাঝামাঝি প্রকাশিত হয় ২০০১ সালে বিমান ছিনতাই করে চালানো ৯/‌১১ হামলায় সৌদি সংশ্লিষ্টতার ২৮ পৃষ্ঠার প্রতিবেদন।  এতে দেখা যায় হামলাকারীদের ১৯ জন সৌদি আরবের নাগরিক। টুইন টাওয়ার হামলার ১৫ বছর পূর্তির মাত্র দুইদিন আগে মার্কিন কংগ্রেসে মৌখিক ভোটে ৯/১১ বিল হিসেবে পরিচিত ‘দ্য জাস্টিস অ্যাগেইন্সট স্পন্সর অব টেরোরিজম অ্যাক্ট (জাসটা)’ পাস হয়। টুইন টাওয়ার হামলায় আহত ও নিহতদের স্বজনদের সৌদি আরবের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার বিধান রেখে প্রণীত হয় বিলটি। তবে ওবামা ভেটো দেওয়ায় বিলটি পাস করার জন্য কংগ্রেস ও সিনেট উভয় চেম্বারের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন পড়ে। ওবামার শাসনকালে প্রথমবারের মতো তার ভেটো প্রত্যাখ্যান করে দেশটির কংগ্রেস ও সিনেট। উভয় হাউসেই ভেটো উপেক্ষা করার মতো সংখ্যাগরিষ্টের সমর্থন পেয়ে বিলটি পাস হয়। সঙ্গত কারণেই এটি পরিণত হয় আইনে।  আর এটি আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে ৯/১১ হামলার ভূক্তভোগীদের মামলা করার সুযোগ তৈরি হয়।

এই আইনটি বাতিলের ক্ষেত্রে তৎপরতা চালাতেই সৌদি সরকারের অর্থায়নে কাজ করছে যুক্তরাষ্ট্রের লবিং প্রতিষ্ঠান করবিস এমএসএল গ্রুপ। ট্রাম্প হোটেলে রুম বুকিং দিয়েছে তারা। এই প্রতিষ্ঠানটি ৯/১১-এর ভুক্তভোগীদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার আইনটি যাতে বাতিল করা হয় সেজন্য কাজ করছে। প্রাথমকিভাবে সাবেক মার্কিন সেনা ও অ্যাক্টিভিস্টদের ওয়াশিংটনে নিয়ে এসে কংগ্রেস সদস্যদের কাছে বিলটি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে প্রতিষ্ঠানটি।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে ২০-৪০জন সাবেক সেনা পেনসিলভানিয়ায় ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে অবস্থান করেন। এদের মধ্যে এক সাবেক সেনা ২৩ জানুয়ারি হোটেলে ওঠেন এবং ২৬ জানুয়ারি হোটেল ত্যাগ করেন। তাদেরকে এখানে নিয়ে আসতে সহযোগিতা করে পরামর্শক প্রতিষ্ঠান এনএমএলবি। এ প্রতিষ্ঠানের প্রধান জানিয়েছেন, হোটেলে একরাত থাকার জন্য  ২৫০-৩২০ ডলার ও কর দিতে হয়েছে। বিল পরিশোধ করেছেন করবিসের এক সাবকন্ট্রাকটর মাইকেল গিবসন।

মার্কিন আইনে সরকারি কোনও কর্মকর্তা বিদেশি সরকারের কাছ থেকে অর্থ নিতে পারেন না। আইনজীবীরা ট্রাম্প হোটেলের ওয়াশিংটন শাখা আইন ভঙ্গ করে থাকতে বলে সতর্ক করছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আইনত কোনও বাধা না থাকলেও ২০ জানুয়ারি শপথের পর এক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। ফলে ২৩-২৬ জানুয়ারি ট্রাম্প হোটেলে সৌদি সরকারের অর্থে হোটেলের থাকার বিষয়টি আইন ভঙ্গ করেছে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন বিশেষজ্ঞ লরেন্স ট্রাইব জানান, এই ঘটনা যদি ট্রাম্পকে সুবিধা দিয়ে থাকে তাহলে আইনটি ভঙ্গ হয়েছে। আর এই ঘটনাকে অসাংবিধানিক আচরণ বলে উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নৈতিক উপদেষ্টা নর্ম আইজেন। তিনি এর বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে ট্রাম্পের আইনজীবী শেরি ডিলন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, হোটেলে রুম বুকিং করা কোনও উপহার বা সুবিধা দেওয়া নয়। এটার সঙ্গে প্রেসিডেন্ট কার্যালয়ের কোনও সম্পৃক্ততা নেই। সূত্র: পলিটিকো।

/এএ/বিএ/

সম্পর্কিত
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি