X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পুতিন-ট্রাম্প ফোনালাপে ওবামা আমলের রুশ-মার্কিন চুক্তি নিয়ে ট্রাম্পের অসন্তোষ

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫

পুতিন-ট্রাম্প ফোনালাপে ওবামা আমলের রুশ-মার্কিন চুক্তি নিয়ে ট্রাম্পের অসন্তোষ ক্ষমতা গ্রহণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম ফোনালাপে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের পর হোয়াইট হাউসের সংবাদবিজ্ঞপ্তিতে দুই নেতার আলোচনায় পারমাণবিক চুক্তির বিষয়টি উল্লেখ করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

নিউ স্টার্ট নামের এই পারমাণবিক চুক্তি ২০১০ সালে স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিটি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ চুক্তি অনুসারে  উভয় দেশ নিজেদের পারমাণবিক ওয়্যারহেড ১৫৫০-এ নামিয়ে আনতে সম্মত হয়। চুক্তিতে ভূমিতে স্থাপনযোগ্য ও সাবমেরিনে বহনযোগ্য পারমাণবিক ওয়্যারহেড কমিয়ে আনার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

রয়টার্স এ তথ্য পেয়েছে দুজন মার্কিন কর্মকর্তা এবং সাবেক এক কর্মকর্তার কাছ থেকে। যারা এই ফোনালাপের বিষয়বস্তু সম্পর্কে জানেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ফোনালাপের সময় পুতিন চুক্তির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন। এ সময় পুতিনকে থামিয়ে দিয়ে ট্রাম্প চুক্তির বিষয়ে জানতে চান পরামর্শকদের কাছে। এরপর পুতিনকে ট্রাম্প বলেন, ওবামা প্রশাসন বেশ কিছু চুক্তি করেছে যা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী। তার মধ্যে নিউ স্টার্ট একটি। এটি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর।

ফোনালাপে ট্রাম্প নিজের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন।

পুতিন-ট্রাম্প ফোনালাপে পারমাণবিক চুক্তির বিষয়ে কোনও আলোচনার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। মুখপাত্র শেন স্পাইসার জানান, নিউ স্টার্ট চুক্তিতে কী আছে তা ট্রাম্পের জানা আছে। দুই নেতার যা আলাপ হয়েছে তা ওইদিনের নোটে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের দফতরের মন্তব্য জানতে যোগাযোগ করলেও কোনও জবাব পাওয়া যায়নি।

এর আগে নির্বাচনি প্রচারণার সময়েও ট্রাম্প এই চুক্তির বিরোধিতা করেছিলেন। তিনি এটাকে নিউ স্টার্ট আপ নামেও আখ্যায়িত করেন। তার দাবি ছিল, এই চুক্তির মধ্য দিয়ে রাশিয়া অনেক সুবিধা লাভ করেছে।

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ২৮ জানুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ফোনালাপ করেন ট্রাম্প। আলোচনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এবং সন্ত্রাসবাদ ইস্যু আলোচনায় গুরুত্ব পেয়েছে। ওই ফোনালাপকে ‘ইতিবাচক সূচনা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন। তবে ফোনালাপের পর এ বিষয়ে দেওয়া পৃথক বিবৃতি দিয়েছে ক্রেমলিন ও হোয়াইট হাউস পারমাণবিক চুক্তির বিষয়ে আলাপের বিষয়টি উল্লেখ করেনি।

হোয়াইট হাউস বলেছে, এই ফোনালাপের পর উভয় পক্ষ (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) সন্ত্রাসবাদ মোকাবিলা এবং স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারবে বলে দুই দেশের প্রেসিডেন্টই আশাবাদী।

বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ফোনে দুই নেতার আলোচনায় সন্ত্রাসবাদ দমনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐকমত্য হয়েছে। সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের বিষয়টি আলোকপাত করেছেন দুই নেতা। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন