X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জাপানে অব্যাহত থাকবে মার্কিন নিরাপত্তা সহায়তা

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৪৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৪৭

ডোনাল্ড ট্রাম্প ও শিনজো আবে জাপানের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্রতা সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানিদের বিরুদ্ধে মার্কিন নিরাপত্তা সহায়তার সুবিধা নিয়ে আমেরিকানদের কর্মসংস্থান কেড়ে নেওয়ার অভিযোগের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন তিনি। উল্টো তার মুখে মৈত্রীবন্ধনের কথা স্পষ্ট হয়েছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিত হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এখানে ট্রাম্প বলেছেন, ‘জাপান এবং দেশটির প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সব জায়গার নিরাপত্তা এবং আমাদের দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সরকার এই বন্ধন আরও সুদৃঢ় করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। আমরা অনেক সমস্যার মুখোমুখি হই। তাই উভয়ে অভিন্ন স্বার্থরক্ষায় একসঙ্গে কাজ করবো।’

যুক্তরাষ্ট্র-জাপানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র ও প্রচলিত সামরিক ক্ষমতা অটল রাখার ব্যাপারে জাপানের প্রতি সমর্থন ধরে রাখবে আমেরিকা। এই বিবৃতিকে আবের বিজয় হিসেবে দেখা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমে। চীনের ক্রমবর্ধমান এগিয়ে যাওয়ার মুখে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই ওয়াশিংটনে এসেছেন তিনি।

সংবাদ সম্মেলনে দুই দেশের পারস্পরিক সুযোগ-সুবিধার জন্য বাণিজ্য চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। এর মাধ্যমে হাতে হাত মিলিয়ে কাজ করা যাবে বলে মনে করেন তিনি। উভয় দেশকে আরও ব্যাপকহারে সমৃদ্ধ করার লক্ষ্য তাদের।

জাপানের সরকারি কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে জানান, দুই দেশে কর্মসংস্থান তৈরির জন্য অর্থনৈতিক সহযোগিতা তৈরি হতে পারে এমন সম্ভাবনাময়ী খাত নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও আবে। জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে তার দেশ। এটাকেই মূলত প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প। এই চুক্তিতে উপনীত হওয়ার কাজটা রাজনৈতিকভাবে কঠিন হবে না বলে আশাবাদী আবে।

এদিন শিনজো আবে আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র হলো অপার সুবিধার দেশ। চিরকালই এটা অটুট থাকবে। কখনও বদলাবে না। সেজন্যই জাপানিজ প্রতিষ্ঠানগুলো আমেরিকাজুড়ে বিনিয়োগ করছে। গত বছর যুক্তরাষ্ট্রে ১৫ কোটি বিলিয়ন নতুন বিনিয়োগ তৈরি হয়েছে।’

অর্থনৈতিক সংলাপের জন্য একটি নতুন কাঠামোর ওপর একমত পোষণ করেছেন ট্রাম্প ও আবে। আগামীতেও ট্রাম্পের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন শিনজো আবে। তিনি বলেছেন, ‘আমরা সংলাপ থামাবো না। যত চ্যালেঞ্জ আর কঠিনই হোক না, সমাধানের জন্য আমরা সংলাপ অব্যাহত রাখবো। সংলাপের মাধ্যমে ফলপ্রসূ কিছু বেরিয়ে আসবে বলে আশা আছে। আমার নীতি হলো হাল ছেড়ে না দেওয়া ও শর্টকাট পথ অবলম্বন না করা। তবে শান্তিপূর্ণ পরিবেশে আগামীতেও ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পারবো আশা করি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর শিনজো আবেই প্রথম বৈশ্বিক নেতা যিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। বেশ কিছুদিন ধরে ট্রাম্পের কাছে ট্রান্স-প্যাসিফিক ট্রেড পার্টনারশিপ থেকে আমেরিকার সরে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে চেয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী। বিশেষ করে টয়োটা সম্পর্কে নিজের মন্তব্য তুলে ধরেছেন তিনি। যদিও ট্রাম্পের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন আবে। 

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল ১২ জাতির সম্মিলনে গঠিত ট্রান্স-প্যাসিফিক বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেওয়া। ওবামা প্রশাসনের মধ্যস্থতায় টোকিও সমর্থিত এ চুক্তিতে গিয়েছিল আমেরিকা। মেক্সিকোতে সংযাজন কারখানা গড়ে তোলার পরিকল্পনা করায় টয়োটা মোটর কর্পোরেশনের সমালোচনা করেন ট্রাম্প। তার অভিযোগ, জাপানিরা আমেরিকায় প্রস্তুতকৃত গাড়ি কেনে না।

তবে মার্কিন ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে শুক্রবারের সংবাদ সম্মেলনে শিনজো আবে জানান, যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে জাপানিজ ব্যবসায়ীদের সুবাদে। আমেরিকার পথে পথে জাপানি গাড়িই দেখা যায় বেশি। এর মধ্যে ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রে মার্কিন কর্মীদের উত্পাদিত টয়োটা গাড়ি।

আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিজের শুভাকাঙ্ক্ষী বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। তাকে অসাধারণ একজন ব্যবসায়ী হিসেবে অভিহিত করেন শিনজো আবে। ট্রাম্পের একসময়কার চড়াই-উতরাই এবং দৃঢ় মনোবলের গুণগানও করেছেন তিনি।

এদিকে গত ৯ ফেব্রুয়ারি রাতে টেলিফোনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। এছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক প্রকল্পকে খুবই গুরুত্বের সঙ্গে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছেন তিনি।

/জেএইচ/

সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী