X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাইবার হামলায় ইতালির সন্দেহের তীর রাশিয়ার দিকে

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৪২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৪২



ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনি ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত বছরের বসন্ত মৌসুমে সাইবার হামলা সংঘটিত হয়েছিল। ওই ঘটনার পর থেকে চার মাসেরও বেশি সময় এ মন্ত্রণালয়ের কর্মীদের সবার ইমেইল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ হামলার নেপথ্যে রাশিয়ার হাত আছে বলে সন্দেহ করছে ইতালি সরকার। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির একজন সরকারি কর্মকর্তা।

সাইবার হামলার সময় ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তবে হ্যাকিংয়ের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হননি বলে দাবি সংশ্লিষ্টদের। তারা জানান, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে ইমেইল ব্যবহার এড়িয়ে চলতেন জেন্তিলোনি। এর সুবাদে সাইবার হামলার পরও তা সুরক্ষা করা সম্ভব হয়েছে।

হ্যাকাররা ইতালি ও বিভিন্ন দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের ইমেইলে সাইবার হামলা চালিয়ে সফল হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ও রাষ্ট্রের সংবেদনশীল তথ্যসংবলিত ইমেইলে ঢুকতে পারেনি তারা। এর মধ্যে জেন্তিলোনির পাঠানো ইমেইলও ছিল। কারণ এগুলোতে বিশেষ কোড ব্যবহার করা হয়।

ইতালির একজন কূটনীতিক জানান, সাইবার হামলার পরপরই তড়িঘড়ি সব সিস্টেম মজবুত করা হয়। তবুও হ্যাকারদের শনাক্ত করতে কয়েক মাস লেগে গেছে। এ সাইবার হামলার উৎস হিসেবে প্রাথমিকভাবে দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাদের অবস্থান রাশিয়ায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্ত করে দেখছেন রোমের চিফ প্রসিকিউটর। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি সরকারের কাছে এ দাবি প্রমাণের কোনও তথ্য নেই।

সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। অভিযোগ আছে, হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পেছনে রাশিয়ার হ্যাকিং সহায়ক হয়েছে। ফ্রান্স আর জার্মানিতেও এ বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন দুই দেশই রাশিয়ার অনধিকার হস্তক্ষেপের আশঙ্কা করছে। নেদারল্যান্ডস তো হ্যাকিংয়ের আশঙ্কা থেকে আগামী মাসের নির্বাচনে ভোটের ব্যালট হাতে গোনার সিদ্ধান্ত নিয়েছে।

/জেএইচ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম