X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩১
image

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে যে পরিমাণ অর্থ খরচ হবে বলে ধারণা করা হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেকে কম খরচ হবে। তিনি দেয়াল নির্মাণের খরচ কমিয়ে আনবেন বলে জানিয়েছেন।

গত বৃহস্পতিবার মার্কিন স্বরাষ্ট্র দফতরের একটি প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে দেখা যায়, পুরো মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের সম্ভাব্য ব্যয় ২ হাজার ৬০ কোটি ডলার। এর আগে নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, ওই দেয়াল নির্মাণে ১ হাজার ২০০ কোটি ডলার খরচ হবে।  

শনিবার দু’টি টুইটার বার্তায় ট্রাম্প দেয়াল নির্মাণে খরচ কমানোর দাবি করেন।

টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি জানতে পেরেছি, ওই বিশাল দেয়াল নির্মাণে সরকার প্রাথমিকভাবে যে পরিমাণ অর্থ ব্যয় হবে বলে ধারণা করেছিল, তার চেয়ে বেশি খরচ হচ্ছে। তবে আমি এখনও দেয়ালের নকশা বা এ বিষয়ক আলোচনায় যুক্ত হইনি।’  

পরের টুইটে তিনি লিখেন, ‘যখন আমি এতে যুক্ত হবো, তখন এফ-৩৫ যুদ্ধবিমান বা এয়ার ফোর্স ওয়ান প্রোগ্রামের মতোই এর খরচও কমে আসবে।’

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করা ট্রাম্প জানুয়ারির শেষের দিকে জানিয়েছিলেন, তার প্রশাসন সমরাস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন থেকে ৯০টি এফ-৩৫ ক্রয়ে ৬০ কোটি ডলার বাঁচিয়েছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষক ও সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এটি লকহিডের ব্যবসার অংশ। তারা এই অর্থ ছাড়ের মাধ্যমে অন্যদেশের সঙ্গে সহজে অস্ত্র ব্যবসা বাড়াতে পারবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারণার অংশ ছিল অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে পুরো মেক্সিকো সীমান্ত জুড়ে দেয়াল নির্মাণের। এমনকি তিনি ওই দেয়াল নির্মাণের অর্থ মেক্সিকোকেই দিতে হবে বলে দাবি জানিয়েছিলেন।

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা