X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইভানকাকে অবমাননা করেছে মিডিয়া: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৯
image

ইভানকাকে অবমাননা করেছে মিডিয়া: ট্রাম্প মিডিয়ার বিরুদ্ধে এবার মেয়ে ইভানকার ট্রাম্পেকে অবমাননা করার অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইভানকা ব্র্যান্ডের পোশাক বিক্রিতে মার্কিন বিক্রেতা প্রতিষ্ঠান নর্ডস্ট্রম-এর অস্বীকৃতি জানায়। এরপরও এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকায় মেয়ের প্রশংসা করেছেন তিনি।মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো খবরটি নিশ্চিত করে।

৯ জানুয়ারি (বৃহস্পতিবার) মার্কিন বিক্রেতা প্রতিষ্ঠান নর্ডস্ট্রম জানিয়েছে, ইভানকা প্রেসিডেন্টের মেয়ে ও ট্রাম্প প্রশাসন সংলগ্ন হওয়া সত্ত্বেও  নৈতিকভাবে ব্যবসা করতে পারে কিনা, সেই প্রশ্নে তারা প্রশ্নবিদ্ধ  হয়েছে। ট্রাম্প ব্র্যান্ডের কাপড় বিক্রি করায় অনেক ক্রেতা নর্ডস্ট্রমকে বয়কট করে। ফলে প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক মন্দার সম্মুখীন হতে হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই মৌসুমে ইভানকা ট্রাম্পের কাপড় ও জুতো বিক্রি করবে না। প্রতিষ্ঠানটি আরও জানায়, ট্রাম্প ব্র্যান্ডের বিক্রয় উল্লেখযোগ্য হারে কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে মিডিয়া সরগরম হয়ে ওঠে ইভানকার ব্র্যান্ড সংক্রান্ত আলোচনায়। প্রতিক্রিয়ায় ট্রাম্প টুইটারে লেখেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত। মিডিয়া তাকে এতো বাজেভাবে উপস্থাপন করলো, তার এমন অবমাননা করলো, তারপরও ইভানকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা সত্যিই দুর্দান্ত।’

গত এক সপ্তাহ ধরে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ট্রাম্প ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। নর্ডস্ট্রমের পক্ষ থেকে ওই বয়কটের কথা উল্লেখ করেনি। তবে ধারণা করা হয়, ট্রাম্প ব্র্যান্ডের সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্য বিক্রিও উল্লেখযোগ্য হারে কমে এসেছে প্রতিষ্ঠানটির। নর্ডস্ট্রম জানিয়েছে, তারা নিজেদের ব্র্যান্ডের ১০ শতাংশ পণ্য কমিয়ে তানতুন ব্র্যান্ড দিয়ে পূরণ করছে। তবে ইভানকা ট্রাম্প ব্র্যান্ডের যেসব পণ্য তাদের কাছে মজুদ রয়েছে, সেগুলো তারা বিক্রি করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে।

/বিএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ