X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টিকে থাকার লড়াইয়ে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৪
image

মাইকেল ফ্লিন আগের একটি বিতর্ক নতুন করে সামনে আসার পর তুমুল চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় উপদেষ্টা মাইকেল ফ্লিন। রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে ফ্লিনের যোগাযোগ থাকা নিয়েই চলছে ওই বিতর্ক। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগে থেকেই শুরু হওয়া ওই বিতর্কটি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা ব্যাপক উদ্বেগে রয়েছেন। এমন পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন মাইকেল ফ্লিন। বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।

রয়টার্স জানায়, কয়েকদিন ধরে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে ফ্লিনের যোগাযোগ সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করছেন। ট্রাম্পের দায়িত্বগ্রহণের পর রাশিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নিয়ে ফ্লিন আলোচনা করেছেন কিনা তা খতিয়ে দেখছেন তারা। ফ্লিন যদি তা করে থাকেন তবে তা হবে আইনের লঙ্ঘন। কেননা আইন অনুযায়ী, বেসরকারি নাগরিকদের পররাষ্ট্র নীতিমালাসংক্রান্ত কাজে জড়িত হওয়া নিষিদ্ধ।

ফ্লিন হলেন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক। শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন করে যাওয়া ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নের স্বপক্ষের নেতৃত্বস্থানীয় ব্যক্তি।

গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণের কয়েক সপ্তাহ আগে রুশ কর্তৃপক্ষের সঙ্গে ফ্লিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করেন বলে অভিযোগ রয়েছে। তবে শুরুতে সেই অভিযোগ অস্বীকার করেন ফ্লিন। কিন্তু বিষয়টি নতুন করে আলোচনায় আসে গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর। ৯ সাবেক ও বর্তমান কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় প্রকৃতপক্ষে ফ্লিন নিষেধাজ্ঞা প্রশ্নে আলোচনা করেছেন। ওই প্রতিবেদন প্রকাশের একদিনেরও বেশি সময় পর ট্রাম্পও এ ব্যাপারে কিছু না জানার কতঅ বলেন। ট্রাম্প জানান, তিনি এ ব্যাপারে খতিয়ে দেখবেন। ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতা ও মার্কিন গোয়েন্দাদের কেউ কেউ এ ব্যাপারে এফবিআইকে দিয়ে তদন্ত করানোর আহ্বান জানান।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করে রয়টার্সকে বলেন, বিষয়টি পর্যালোচনা করতে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেঞ্চ প্রিয়েবাস এ ব্যাপারে পর্যালোচনা করতে যাচ্ছেন। হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা বলেন, ফ্লিনের ফোনালাপের সে ট্রান্সক্রিপ্টে এমন কোনও আলামত পাওয়া যায়নি যেং তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কোন্নয়নের আশায় কিছু সাধারণ কথাবার্তা বলেছেন।

তবে এখন পর্যন্ত ফ্লিনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে কাউকে কথা বলতে দেখা যাচ্ছে না। এমনটি ট্রাম্প কী চাইছেন তাও বলা যাচ্ছে না। ট্রাম্পের শীর্ষস্থানীয় নীতিমালা উপদেষ্টা স্টিফেন মিলার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেছেন, ফ্লিনের ওপর ট্রাম্পের আস্থা আছে কিনা তা তার জানা নেই।

/এফইউ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা