X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনকে নিয়ে কী ভাবছেন ট্রাম্প?

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪১
image

ফ্লিন ও ট্রাম্প হোয়াইট হাউস কর্মকর্তাদের অনাস্থার মুখে পড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের প্রতি আদৌ মার্কিন প্রেসিডেন্টেরই সমর্থন আছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এনবিসির প্রেস দ্য মিট অনুষ্ঠানে স্টিফেন মিলার এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানানোর পর সে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘প্রেসিডেন্টের মনে কী আছে তা বলার আমি কেউ নই। এটি প্রেসিডেন্টের জন্য প্রশ্ন। তাকে জিজ্ঞেস করুন এবং উত্তর নিন।’

ফ্লিনের অবস্থান নিয়ে হোয়াইট হাউস থেকে তাকে কোনও নির্দেশনা দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে মিলার বলেন, ‘তারা আমাকে বলার মতো কোনও কিছুই দেয়নি।’

উল্লেখ্য, আগের একটি বিতর্ক নতুন করে সামনে আসার পর তুমুল চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় উপদেষ্টা মাইকেল ফ্লিন। রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে ফ্লিনের যোগাযোগ থাকা নিয়েই চলছে ওই বিতর্ক। ডিসেম্বরে রুশ দূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ফ্লিন। বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েকদিন ধরে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা রাশিয়ার দূতের সঙ্গে ফ্লিনের যোগাযোগ সংক্রান্ত অভিযোগগুলো পর্যালোচনা করছেন। ট্রাম্পের দায়িত্বগ্রহণের পর রাশিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নিয়ে ফ্লিন আলোচনা করেছেন কিনা তা খতিয়ে দেখছেন তারা। ফ্লিন যদি তা করে থাকেন তবে তা হবে আইনের লঙ্ঘন। কেননা আইন অনুযায়ী, বেসরকারি নাগরিকদের পররাষ্ট্র নীতিমালাসংক্রান্ত কাজে জড়িত হওয়া নিষিদ্ধ।

ফ্লিন হলেন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক। শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন করে যাওয়া ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নের স্বপক্ষের নেতৃত্বস্থানীয় ব্যক্তি।

গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণের কয়েক সপ্তাহ আগে রুশ দূতের সঙ্গে ফ্লিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করেন বলে অভিযোগ রয়েছে। তবে শুরুতে সেই অভিযোগ অস্বীকার করেন ফ্লিন। কিন্তু বিষয়টি নতুন করে আলোচনায় আসে গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর। ৯ সাবেক ও বর্তমান কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় প্রকৃতপক্ষে ফ্লিন নিষেধাজ্ঞা প্রশ্নে আলোচনা করেছেন। ওই প্রতিবেদন প্রকাশের একদিনেরও বেশি সময় পর ট্রাম্পও এ ব্যাপারে কিছু না জানার কথা বলেন। ট্রাম্প জানান, তিনি এ ব্যাপারে খতিয়ে দেখবেন। ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতা ও মার্কিন গোয়েন্দাদের কেউ কেউ এ ব্যাপারে এফবিআইকে দিয়ে তদন্ত করানোর আহ্বান জানান।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করে রয়টার্সকে বলেন, বিষয়টি পর্যালোচনা করতে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেঞ্চ প্রিয়েবাস এ ব্যাপারে পর্যালোচনা করতে যাচ্ছেন। হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা বলেন, ফ্লিনের ফোনালাপের সে ট্রান্সক্রিপ্টে এমন কোনও আলামত পাওয়া যায়নি যেং তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কোন্নয়নের আশায় কিছু সাধারণ কথাবার্তা বলেছেন।

তবে এখন পর্যন্ত ফ্লিনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে কাউকে কথা বলতে দেখা যাচ্ছে না।

/এফইউ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!