X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ অ্যামনেস্টির

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৪৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৫১
image

তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ অ্যামনেস্টির যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, প্রতিবার জঙ্গি হামলার পর নিরাপত্তা শক্তিশালী করার নামে তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনী নিপীড়নের মাত্রাটাই কেবল বাড়িয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর নিপীড়নের তালিকায় রয়েছে মানবাধিকার লঙ্ঘন, শারীরিক নির্যাতন, হয়রানি এবং গণ-গ্রেফতার।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি জানিয়েছে, যেখান থেকে আরব বসন্তের শুরু হয়েছিল, সেই দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য রাষ্ট্রীয় বাহিনীর এমন ‘নিষ্ঠুর কৌশল’ হুমকিস্বরূপ।

ওই প্রতিবেদনে ২০১৫ সালের জানুয়ারি থেকে নিপীড়নের ২৩টি ঘটনার উল্লেখ রয়েছে। যেখানে তিউনিশিয়ার পুলিশ, ন্যাশনাল গার্ড এবং জঙ্গিবাদ-বিরোধী বাহিনী এসব ঘটনার সঙ্গে জড়িত।

২০১১ সালে তিউশিয়ায় ব্যাপক আন্দোলনে পট-পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলায় অন্তত ১০০ সেনা সদস্য, ২০ বেসামরিক এবং ৫৯ বিদেশি পর্যটক নিহত হয়েছেন।

এর বিপরীতে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে নিরাপত্তা বাহিনীকে নিপীড়নের ব্যবস্থা করে দেয়। ২০১৫ সালের নভেম্বরে এক জঙ্গি হামলায় ১২ জন প্রেসিডেন্সিয়াল গার্ড নিহতের পর থেকে এখনও ক্রমাগত জরুরি অবস্থা চলছে।

উত্তর আফ্রিকায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর গবেষণা পরিচালক হেবা মোরায়েফ বলেন, জনগণকে মারাত্মক হামলা থেকে বাঁচাতে কর্তৃপক্ষকে অবশ্যই নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে হবে। তবে আমরা তা তখনই করতে পারব, যখন তিউনিশিয়ার সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুসারে মানবাধিকার রক্ষা করা হবে।’

অ্যামনেস্টির প্রতিবেদনের জবাবে তিউনিশীয় মানবাধিকারমন্ত্রী মেহেদি বেন ঘারবিয়া দাবি করেছেন, ‘ওই প্রতিবেদনে শুধু ব্যক্তিগত নির্যাতনের তথ্যই উঠে এসেছে। রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে কাঠামোগত নির্যাতনের কোনও তথ্য সেখানে উল্লেখ করা হয়নি।’

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা