X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম উনের সৎ ভাইকে হত্যা!

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৯
image

কিম নাম উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নাম-মালয়েশিয়ায় হত্যার শিকার হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের দাবিকে উদ্ধৃত করে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ খবর জানানো হয়েছে। খবরে বলা হয়, মালয়েশিয়ার বিমানবন্দরে তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৎ ভাই 'কিম জং নাম' উত্তর কোরীয় নেতা 'কিম জং উন' এর চেয়ে বয়সে বড়। একটি বিশাল সময় তিনি দেশের বাইরে কাটিয়েছেন। উত্তর কোরিয়ায় তার পরিবার যে পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছে তার প্রকাশ্য সমালোচক ছিলেন কিম নাম।
মঙ্গলবার মালয়েশিয়ার পুলিশ রয়টার্সকে জানায়, সোমবার কুয়ালালামপুর থেকে হাসপাতালে নেওয়ার পথে এক অজ্ঞাতনামা উত্তর কোরীয় ব্যক্তি মারা গেছেন। সেপাং এলাকার পুলিশ প্রধান আব্দুল আজিজ আলি জানান, ওই ব্যক্তির পরিচয়ের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুত্রজায়া হাসপাতালের জরুরি ওয়ার্ডের এক কর্মী রয়টার্সকে বলেন, মৃত ওই কোরীয় নাগরিকের জন্ম ১৯৭০ সালে এবং তার বংশনাম কিম। কিম নামের পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন এক ব্রিটিশ সূত্রকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, কিম নামের মৃত্যুর সঙ্গে বিষক্রিয়া জড়িত।
এদিকে দক্ষিণ কোরীয় টেলিভিশন নেটওয়ার্ক চসুনের খবরে বলা হয়, কুয়ালালাম বিমানবন্দরে কিমকে বিষপ্রয়োগ করা হয়েছে। দুই নারী তাকে বিষপ্রয়োগ করেছেন। তারাও উত্তর কোরীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সরকারি সূত্রকে উদ্ধৃত করে চসুন খবরটি প্রকাশ করেছে বলে জানায় রয়টার্স। বার্তা সংস্থাটি আরও জানায়, দক্ষিণ কোরিয়ার সরকারের সূত্র রয়টার্সকে আর বেশি কিছু জানাতে পারেনি। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তারা খবরটি নিশ্চিত করতে পারছে না। আর এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার জন্য দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছানো যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, কিম জং নাম এবং কিম জং উন দুজনই সাবেক উত্তর কোরীয় নেতা কিম জং ইল এর সন্তান। কিন্তু তাদের জন্ম ভিন্ন ভিন্ন মায়ের গর্ভে। কিম জং নাম তার ফুফা জ্যাং সং থায়েকের ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়ে থাকে। ২০১৩ সালে কিম জং উনের নির্দেশে সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়

২০০১ সালে ভুয়া পাসপোর্ট নিয়ে জাপান ভ্রমণের সময় ধরা পড়েন কিম নাম। তখন কিম নাম জানান টোকিও ডিজনিল্যান্ড পরিদর্শন করতে চেয়েছিলেন তিনি। হংকং, ম্যাকাও এবং চীনের মূল ভূকণ্ডেও তিনি সফর করেছেন বলে অনেকের জানা আছে। বেশ কয়েকবার তিনি প্রকাশ্যে বলেছেন যে তার দেশকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে নেই। ২০১০ সালে জাপানের আসাহি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে দেখা গেছে, ‘ব্যক্তিগতভাবে আমি পরিবারতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আমি আশা করি উত্তর কোরিয়ার জনগণের সমৃদ্ধশালী জীবনের জন্য আমার ছোট ভাই সর্বোচ্চ চেষ্টা করবে।’

/এফইউ/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ