X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বেশিরভাগ মানুষেরই উচ্চশিক্ষা গ্রহণ করা ঠিক নয়’

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৩৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৩৯

গ্র্যান্ট কার্ডন লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে। এ কথার সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। অথচ সম্পূর্ণরূপে নিজের চেষ্টায় কোটিপতি বনে যাওয়া মার্কিন নাগরিক গ্র্যান্ট কার্ডন বলছেন, বেশিরভাগ মানুষেরই ‘উচ্চশিক্ষা গ্রহণের জন্য কলেজে যাওয়া উচিত কাজ নয়’। তার এমন অভিমতের পেছনের অন্যতম কারণ উচ্চশিক্ষায় মার্কিনিদের ব্যয় অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাওয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কার্ডন শিক্ষা খাতের ব্যয় ও এ সংক্রান্ত বিষয়ে করণীয় সম্পর্কে নিজের মতামত তুলে ধরেছেন। এ বিষয়ে কার্ডন বলেন, কলেজ শিক্ষার্থীদের মোট ঋণের পরিমাণ ১.৩ ট্রিলিয়ন। গোটা আমেরিকায় ক্রেডিট কার্ডে যত ঋণ আছে, তার চেয়েও এই পরিমাণ বেশি। কলেজ শিক্ষার্থীদের জন্য ঋণের এই কর্মসূচি অত্যন্ত অদ্ভুতুড়ে।’
টিউশন ফি বেড়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে এখন প্রতিটি শিক্ষার্থীর ওপর মাথাপিছু ঋণের পরিমাণ ২৭ হাজার মার্কিন ডলারেরও বেশি। সব মানুষের যে উচ্চশিক্ষা গ্রহণ করা উচিত নয়, কার্ডনের এমন অভিমতের পেছনে এটিও একটি কারণ। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, কোনও একজন মানুষের জীবনে দ্বিতীয় বৃহত্তম খরচের খাতে পরিণত হয়েছে উচ্চশিক্ষা (সবচেয়ে বেশি খরচের খাতটি হলো বাড়ি কেনা)। এটি নিয়েও বিরক্ত কার্ডন।
গ্র্যান্ট কার্ডন নিজে পাঁচ বছর কলেজে পড়েছেন। তবে আরও কম সময় তিনি কলেজে কাটাতে পারলে খুশি হতেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘কলেজে পাঁচ বছর থাকতেই হবে, এমন নয়। আপনি ওই পাঠ্যক্রম আড়াই বছরেও শেষ করতে পারেন। কারণ, অর্থের অপর নাম সময়। তাছাড়া, আপনি যদি কলেজ থেকে বের হয়ে গিয়ে বলেন যে আপনি চার বছরের বদলে দুই বছরে কলেজের লেখাপড়া শেষ করেছেন, সেটা অন্যদের মুগ্ধ করবে। সেটা আপনার অর্জিত একাডেমিক ফলাফলকেও ছাড়িয়ে যাবে।
নিজের সন্তানদের লেখাপড়া প্রসঙ্গে কাডর্ডন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আমার সন্তানদের বলেছি, তারা তিনটি কলেজে পড়ালেখা করতে পারে। তারা এমন নামি কলেজে পড়ালেখা করতে পারে যেখানে তারা নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। গুরুত্বপূর্ণ হলো— বুশ পরিবার কোথায় যাচ্ছে, ওবামা পরিবার কোথায় যাচ্ছে? গুরুত্বপূর্ণ হলো— বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা কোথায় যাচ্ছেন।’
কার্ডন আরও বলেন, ‘আমি চাই যে আমার সন্তানেরা কলেজে যাক। তবে সেটা শিক্ষা গ্রহণের জন্য নয়। আমি চাই তারা কলেজে গিয়ে মানুষের সঙ্গে মিশতে থাকুক, তারা বড় বড় প্রভাবশালীদের সঙ্গে সংযুক্ত থাকুক। আমি বলব সেই পুরনো প্রবাদটি, ‘তুমি কী জানো সেটা নয়, তুমি কাকে কাজে জানো সেটাই গুরুত্বপূর্ণ’। এই প্রবাদটি আজকের দিনের জন্যও প্রযোজ্য।’

আরও পড়ুন-

সমুদ্রের পানিতে কমছে অক্সিজেন

স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নীতি থেকে সরে আসলেন ট্রাম্প

/টিআর/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!