X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আসাদ প্রশ্নে আবারও সংশয়, জেনেভা শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৭

আসাদ প্রশ্নে আবারও সংশয়, জেনেভা শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা আগামী সপ্তাহে জেনেভায় শান্তি আলোচনার সফলতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ওই আলোচনায় আসাদের ক্ষমতায় থাকা না থাকার প্রশ্নটি আলোচ্য হবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত করতে পারেননি জাতিসংঘের সিরীয় দূতের কার্যালয়।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।

২৩ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিস্তারিত আলোচনা হবে।শুরুতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যত নিয়ে আলোচনার সম্ভাবনা জাগিয়েছিল এ শান্তিচুক্তি।  তবে হতাশার খবর দিয়েছেন জাতিসংঘের দূত স্টেফান ডি মিস্তুরা।

তার মুখপাত্র ইয়ারা শরিফ এক বিবৃতিতে শুক্রবার জানান, ‘আলাপ আলোচনা সম্পূর্ণ পরিচালনা করবে (জাতিসংঘ) নিরাপত্তা কাউন্সিল পরিষদ ২২৫৪; যারা সিরিয়ার সরকার, নতুন সংবিধান ও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট করে কথা বলবে।’ তবে আসাদের ভাগ্য নির্ধারিত হওয়ার প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবর থেকে জানা যায়, জেনেভার শান্তি আলোচনাকে সামনে রেখে গৃহযুদ্ধ বন্ধ এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বৃহস্পতিবার থেকে জাতিসংঘের সমর্থনে  নতুন করে আলোচনা শুরু হয়েছে সিরীয় শান্তি আলোচনা। রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যস্থতায় এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। কাজাখস্তানে চলমান শান্তি আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ওই দেশের পক্ষ থেকে। বুধবার শুরু হওয়ার কথা থাকলেও কৌশলগত কারণে একদিন পিছিয়ে  থেকে এটি শুরু হয়।

তিন দেশের মধ্যস্থতায় এ নিয়ে দ্বিতীয়বার আসতানায় শান্তি আলোচনায় বসল গৃহযুদ্ধপীড়িত সিরিয়ার বিবদমান গোষ্ঠীগুলো।  জেনেভায় উদ্যোক্তা দেশ রাশিয়া, তুরস্ক ও ইরান সিরিয়ার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসেছে। বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া আল-আরিদি জানিয়েছেন, তাঁরা প্রথমবারের আলোচনার তুলনায় এবার ছোট প্রতিনিধিদল পাঠিয়েছেন।

বৃহস্পতিবার আসতানায় এক সংবাদ সম্মেলনে কাজাখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এই আলোচনায় মধ্যস্থতাকারী তিন দেশ এবং সিরিয়ার সরকার ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহী গ্রুপের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। স্থানীয় সময় বিকাল ৪টায় এই শান্তি আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। পরবর্তী সময়ে তা রূপ নেয় গৃহযুদ্ধে। প্রায় ছয় বছর ধরে চলা সংঘাতে এখন পর্যন্ত চার লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। উদ্বাস্তু হয়েছেন এক কোটি ১০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৪০ লাখ মানুষ অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।এদিকে, মানবাধিকার বিষয়ক এক পর্যবেক্ষণ বৃহস্পতিবার জানায়, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা আল-বাব শহরে তুরস্কের বিমান হামলা ও গোলা বর্ষণে ১১ শিশুসহ ওই ২৪ বেসামরিক লোক নিহত হয়েছে।

/এফএইচএম/বিএ/

সম্পর্কিত
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন