X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিতর্কের পরও ইস্তাম্বুল স্কয়ারে মসজিদ নির্মাণ শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:২৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:২৫

ইস্তাম্বুল স্কয়ারে মসজিদ নির্মাণ শুরু অনেক জল্পনা-কল্পনা, বিতর্ক ও সমালোনার পর ইস্তাম্বুল স্কয়ারে মসজিদ নির্মাণ শুরু করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইপে এরদোয়ান বিতর্কিত এই মসজিদ নির্মাণ প্রকল্পটির উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু আইনি জটিলতা ও বিতর্কের জন্য কাজটি আটকে যায়। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, তাকসিমে মসজিদ নির্মাণের জন্য ইস্তাম্বুল স্কয়ারে  ক্রেন নেওয়া হয়েছে। এমনকি মসজিদের সীমানায় প্রথম সিমেন্ট দিয়ে স্থাপনা তৈরি করা হয়েছে। এ সময় জনসাধারণের বিক্ষোভ এড়াতে ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ, সশস্ত্র বাহিনীর যানবহন এবং জলকামানের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

২০১৩ সালে দেশটিতে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল ছিল ইস্তাম্বুলের এই স্কয়ার। ওই সময় দেশটির গাজী পার্কের পাশে অটোমান সাম্রাজ্যের একটি ব্যারাকের রেপলিকা নির্মাণের পরিকল্পনা করে সরকার। তখন লাখ লাখ মানুষ এই স্কয়ারে জড়ো হয়ে সরকারের এ সিদ্ধান্তের বিরোধীতা করে।

যদিও কয়েক দশক আগে থেকে এই স্কয়ারে মসজিদ নির্মাণের বিষয়টি আলোচনা করা হচ্ছে। মসজিদ নির্মাণের পক্ষে অবস্থানকারীদের দাবি, শহরের ব্যস্ততম এলাকায় মুসলমানদের ইবাদাত করার জন্য কোনও জায়গা নেই। তাই ইস্তাম্বুল স্কয়ারে মসজিদ নির্মাণ জরুরী।

তাকসিমের স্থানীয় মেয়র আহমেদ মিসবাহ ডেমিরকান জানিয়েছেন, ‘আমি ছোট থেকে তাকসিমে বড় হয়েছি। তাই আমি সব সময় এখানে একটি মসজিদের অভাববোধ করি। আমি বিশ্বাস করি এখানে আসা সব মুসলমানরা আমার মতো মসজিদের অভাববোধ করেন।’

এরদোয়ান নিজেও ১৯৯০ সালে ইস্তাম্বুলের মেয়র ছিলেন। তখন থেকেই তিনি তাকসিমে মসজিদ নির্মাণের চেষ্টা করে আসছেন। কিন্তু বিরোধীতাকারীরা ধর্মীয় দৃষ্টিকোন থেকে স্থানটির গুরুত্ব বিবেচনা না করে ঐতিহাসিক দিকটি বিবেচনা করছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা