X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অডিও ফাঁস: গলফের মাঠই যেন ট্রাম্পের হোয়াইট হাউস!

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২০

ডোনাল্ড ট্রাম্প কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্তবর্তী প্রশাসন নিয়ে। মন্ত্রিসভার সদস্য নির্বাচন নিয়েও চলছে আলাপ। আলোচনায় আসছেন একনায়ক কিংবা জেনারেলরা। পাঠক কি ভাবছেন, হোয়াইট হাউসের কথা বলা হচ্ছে? সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলাপ করছেন গলফের মাঠের বন্ধুদের সঙ্গে! গত নভেম্বর মাসের শেষদিকের এই আলাপের অডিও ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো। তারা জানিয়েছে, ট্রাম্পের ফাঁস হওয়া একটি অডিওতে গলফ ক্লাবে আসা পরিচিত মানুষদের সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করতে শোনা গেছে।

ফাঁস হওয়া অডিওটি গত নভেম্বর মাসের শেষ দিকের। তখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ট্রাম্পের অন্তবর্তী দল প্রশাসন গঠনের জন্য কাজ শুরু করেছে। নিউ জার্সিতে অবস্থিত ট্রাম্পের গলফ ক্লাবের দীর্ঘদিনের সদস্যদের নিয়ে একটি পার্টির আয়োজন করা হয়। ফাঁস হওয়া অডিওটি ওই অনুষ্ঠানের। অডিওতে শোনা যায়, ট্রাম্প অতিথিদের বলছেন মন্ত্রিসভার সদস্য নির্বাচনের জন্য তার ব্যস্ততার কথা।

অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, কাল আমরা অনেক সাক্ষাৎকার নেব, জেনারেল, একনায়ক থেকে অনেকেই আছেন। আপনার চাইলে আসতে পারেন। সাক্ষাৎকার মজার হবে। কাল আমরা সত্যি সত্যি কাজ শুরু করব। সরকার গঠনে বিভিন্ন খাতের মানুষদের প্রতি ১৫-২০ মিনিটে  একটি করে সাক্ষাৎকার নিতে হবে।

ট্রাম্প আরও বলেন, আমরা সবার সাক্ষাৎকার নেব। আমরা মার্কিন অর্থমন্ত্রীর সাক্ষাৎকার নেব। সবাই আসবে। আপনার যদি আসতে চান আসতে পারেন। এটা হবে একটি অবিশ্বাস্য রকম ঘটনা। ফলে আপনারা আসতেই চাইতে পারেন।

ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, ট্রাম্প তার ক্লাবের সদস্যদের আহ্বান জানাচ্ছেন মন্ত্রিসভায় কাকে নেবেন তার জন্য পরামর্শ দিতে।

পলিটিকোর পক্ষ থেকে অডিওটি কপি দিয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তখন এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে পলিটিকো খবরটি প্রকাশের পর হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স আপত্তি জানিয়েছেন। তিনি দাবি করেন, মন্ত্রিসভায় সদস্যদের সাক্ষাৎকার নেওয়ার সময় ক্লাবের সদস্যদের উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাননি ট্রাম্প। তিনি শুধু পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন সদস্যদের কাছে।

এদিকে, পাম বিচে মার-এ-লাগো রিসর্টে টানা তৃতীয় সপ্তাহ অতিবাহিত করা অবস্থায়ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকাশ্যে নির্দেশনা দিচ্ছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার ব্যালাস্টিক মিসাইল বিষয় নিয়ে ট্রাম্প উন্মুক্ত পরিস্থিতি পর্যালোচনা কক্ষ খুলেছেন বলেও অভিযোগ ওঠেছে। ক্লাবের সদস্যরা ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন।

/এএ/বিএ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী