X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনিদের বাড়ি গুড়িয়ে ইসরায়েলের রাস্তা নির্মাণের পরিকল্পনা

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৯
image

উচ্ছেদের মুখোমুখি ৫০০ ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের জাবাল আল-মুকাবের এলাকার কয়েকশ’ ফিলিস্তিনি শঙ্কায় দিন কাটাচ্ছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছে, তারা ‘আমেরিকান রোড’ নামক রাস্তা নির্মাণের জন্য ফিলিস্তিনিদের বাড়ি-ঘর গুড়িয়ে দেবে।

বিশাল হাইওয়ে রাস্তার একাংশ আল-তৌক। ৭০ মিটার চওড়া ও ১১ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পূর্ব ও পশ্চিম জেরুজালেমকে যুক্ত করেছে।

ইসরায়েল কর্তৃপক্ষ জাবাল আল-মুকাবের থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে উচ্ছেদের ঘোষণা দিয়েছে। উচ্ছেদের মুখোমুখি সালা এলাকার অধিবাসী মোহাম্মদ আল-সাওয়াহরা বলেন, ‘আমরা এক ভয়ের মাঝেই দিন-যাপন করছি। যেন আমরা দুই ভিন্ন জগতে বাস করছি। ফিলিস্তিনিদের বসতি যেন তৃতীয় বিশ্ব, আর জাবাল আল-মুকাবেরের ইসরায়েলি বসতি যেন প্রথম বিশ্ব।’

ইসরায়েলি কর্তৃপক্ষ এক মাস আগে আল-সাওয়াহরাকে তার বাড়ি গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিল।

জাবাল আল-মুকাবের প্রতিরক্ষা কমিটির আইনজীবী রায়েদ বশির জানিয়েছেন, ওই রাস্তা নির্মাণের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায় ৫৭টি ফিলিস্তিনি বাড়ি গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এসব বাড়িতে প্রায় ৫০০ ফিলিস্তিনি বসবাস করেন।

তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, ‘৩২ মিটার চওড়া রাস্তার সঙ্গে আরও ৩২ মিটার চওড়া রেলের রাস্তার কথা শুনে আমরা পুরোপুরি হতবাক হয়েছি। ওই রাস্তার ধারের সব বাড়ি-ঘর গুড়িয়ে দেওয়া হবে।’

ফিলিস্তিনের পশ্চিমতীর ও জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তার পূর্বসূরি বারাক ওবামার তুলনায় অনেকটাই সহনশীল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফিলিস্তিনি বাড়ি-ঘর গুড়িয়ে নিজেদের বসতি স্থাপনের বিষয়ে আন্তর্জাতিক নিন্দা ও চাপকেও উপেক্ষা করছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা যাওয়ার পর গত এক মাসে বেশ কয়েকটি বসতিতে কয়েক দফা নতুন করে ঘর-বাড়ি নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। রাস্তা নির্মাণের বিষয়েও শুরু হয়েছে তৎপরতা।

উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও বেশি ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সর্বশেষ খবর
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!