X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আদালত হামলায় তেহরিক-ই তালেবানের দায় স্বীকার, ইমরান খানের নিন্দা

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৩
image

আদালত হামলায় তেহরিক-ই তালেবানের দায় স্বীকার, ইমরান খানের নিন্দা পাকিস্তানের আদালতে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই তালেবানের অংশ আল আজহার।  ওই হামলায় ৩ জঙ্গি এবং ৫ বেসামরিক নিহতের খবর পাওয়া গেছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক ক্রিকেট তারকা এবং তেহিরক ই ইনসাফ নেতা ইমরান খান।

ধারাবাহিক বোমা হামলার এই পর্যায়ে, মঙ্গলবার কেঁপে উঠেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর খাইবার পাখতুনখোয়ার আদালত। সংঘটিত হামলার ঘটনায় আল আজহার সংবাদমাধ্যমের কাছে টেলিফোন করে দায় স্বীকার করে।  তারা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এই হামলার দায় স্বীকার করছি। এটি আমাদের ‘গাজী অপরারেশনের অংশ’। উল্লেখ্য, ২০০৭ সালে নিহত চরমপন্থী মতবাদের আব্দুর রশীদ গাজী পাকিস্তানের লাল মসজিদে চালানো এক অভিযানে নিহত হন। তার নামেই অভিযান পরিচালনা করে আল আজহার।

মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর খাইবার পাখতুনখোয়ার চারসাড্ডা জেলার স্থানীয় আদালতে কমপক্ষে তিন হামলাকারী প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বাধা দেয়। তখন হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করে এবং গুলি ছুড়তে শুরু করে। প্রাদেশিক সরকার জানিয়েছে, হামলাকারীদের গুলিতে এক আইনজীবীসহ ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও এক্সপ্রেস ট্রিবিউন এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তিন হামলাকারীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের তেহরিক ই ইনসাফ দলের নেতা এবং বরেণ্য সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। এক টুইটার বার্তায় তিনি বলেন, এই হামলা বিচার বিভাগের প্রতি তীব্র আঘাত। হামলার ঘটনায় পুলিশি অপারগতারও নিন্দা জানিয়েছেন ইমরান।

সম্প্রতি বেশ কয়েকটি জঙ্গি হামলার পর খাইবার পাখতুনখোয়া এবং পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মাঝেই আদালতে বোমা হামলার ঘটনা সামনে আসলো। গত বছর মার্চে চাসাড্ডার শবকদর এলাকার একটি আদালতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন। গত ১০ দিনে সিন্ধু, বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, ফাটা এবং পাঞ্জাবে জঙ্গি হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে সম্প্রতি সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ কালান্দার মাজারে বোমা হামলায় ৯০ জন নিহত হয়েছেন। হামলায় অংশ নেওয়া জঙ্গিদের সংখ্যা জানান যায়নি। তবে আন্তর্জাতিক এবং পাকিস্তানি সংবাদমাধ্যমসূত্রে নিশ্চিত হওয়া গেছে, হামলায় অংশ নেওয়া জঙ্গিদের মধ্যে তিন জন নিহত হয়েছেন। এদের একজন আত্মঘাতী হয়েছেন। বাকী দুইজন নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে।

গত ১৫ ফেব্রুয়ারি এক আত্মঘাতী বোমা হামলাকারী মোটর সাইকেলে করে বিচারকদের বহনকারী গাড়িতে হামলা চালায়। গাড়ির চালক নিহত এবং অন্য চার আরোহী আহত হয়েছেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি এক আত্মঘাতী বোমা হামলাকারী লাহোরে এক সমাবেশে হামলা চালায়। এতে ১৩ জন নিহত এবং ৮৫ জন আহত হন। তেহরিক-ই-তালেবান দুইটি হামলারই দায় স্বীকার করে।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা