X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আল-কায়েদার হস্তক্ষেপের চেষ্টায় মার্কিন কমান্ডারের উদ্বেগ

ললিত কে. ঝা, যুক্তরাষ্ট্র
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৬
image

জেনারেল জন নিকলসন আফগানিস্তানে মার্কিন ও আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর কমান্ডার জেনারেল জন নিকলসন বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সংযোগ এবং এর ফলে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (আকিস) সংগঠিত হয়ে হস্তক্ষেপ বাড়ানোর চেষ্টা করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

মার্কিন সেনা একাডেমি ওয়েস্ট পয়েন্টের ম্যাগাজিন কম্বেটিং টেরোরিজম সেন্টার (সিটিসি) সেন্টিনেলকে দেওয়া এক সাক্ষাতকারে জেনারেল জন নিকলসন বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আকিস-এর একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ।’ ওই সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়েছে।

জেনারেল নিকলসন আরও বলেন, ‘তাদের (আকিস) একটি আঞ্চলিক কর্মসূচি রয়েছে, তবে ওই অঞ্চল যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে আমাদের ক্রমবর্ধমান সম্পর্কের জন্য বাংলাদেশে অস্থিতিশীলতার বিষয়ে আমরা উদ্বিগ্ন। সেই সঙ্গে আমরা বাংলাদেশে আকিস-এর বেশকিছু হস্তক্ষেপও লক্ষ্য করেছি।’ 

বাংলাদেশে আল-কায়েদার প্রভাব সম্পর্কে তিনি জানান, ‘শোরবাক ঘাঁটিতে আমাদের কাছে তথ্য রয়েছে, বাংলাদেশের কর্মকাণ্ড সম্পর্কে আল-কায়েদা তথ্য আদান-প্রদান করেছে। বাংলাদেশে আল-কায়েদার উচ্চস্তরের যোগাযোগ রয়েছে।’

আল-কায়েদার বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ‘অবশ্যই আল-কায়েদা এখন তাদের জ্যেষ্ঠ নেতাদের টিকিয়ে রাখার দিকেই লক্ষ্য দিচ্ছে, কিন্তু তারা বাংলাদেশের নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত রয়েছে। তাদের সকলের অভিন্ন কর্মসূচি ও লক্ষ্য রয়েছে।’

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সম্ভবত এবারই প্রথম আফগানিস্তানে কোনও মার্কিন কামান্ডার মন্তব্য করলেন।

আফগানিস্তানে আকিস-এর কর্মকাণ্ড সম্পর্কে জেনারেল নিকলসন সাক্ষাৎকারে বলেন, ‘তালেবানের মতো গ্রুপগুলোর কাছ থেকে আশ্রয় ও সমর্থন পাওয়ার বিপরীতে, তারা নিজেদের বিশেষজ্ঞদের তালেবানের কাজে ধার দেয়। ওই বিশেষজ্ঞরা আফগানিস্তানের ভেতরে জনগণের মাঝে কাজ করেন। আর এসব বিষয় সম্পর্কে আমরা বেশ ভালোই অবগত। কিছু বিষয় বাদ দিলে (জঙ্গি দমনের) মোট ফলাফল এখন অনেক ভালো।’    

/এসএ/ এপিএইচ/

 

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি