X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের শীর্ষ পাঁচ ক্রেতা প্রতিষ্ঠানের ‘ঢাকা অ্যাপারেল সামিট’ বর্জন

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৪
image

বিশ্বের শীর্ষ পাঁচ ক্রেতা প্রতিষ্ঠানের ‘ঢাকা অ্যাপারেল সামিট’ বর্জন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘ঢাকা অ্যাপারেল সামিট’ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে তৈরি পোশাকের শীর্ষ পাঁচ ক্রেতা প্রতিষ্ঠান । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এইচ অ্যান্ড এম, ইন্ডিটেক্স (জারা), সি অ্যান্ড এ, নেক্সট  ও চিবো ব্র্যান্ড ‘ঢাকা অ্যাপারেল সামিট’-এ যোগ দিচ্ছে না। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শ্রম সংগঠন ক্লিন ক্লথস ক্যাম্পেইন বলছে, নেতৃস্থানীয় পোশাক ব্র্যান্ডগুলি ঢাকা অ্যাপারেল সামিট বয়কটের মাধ্যমে বিজিএমইএ এবং বাংলাদেশ সরকারকে বার্তা দিয়েছে। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার এবং মামলা-হয়রানি-আটক বন্ধের তাগিদ দিয়েছে তারা।
গার্মেন্টস কর্তৃপক্ষ গত দুই মাসে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলনের পর প্রায় দেড় হাজার শ্রমিককে চাকরিচ্যুত করেছে বলে দাবি শ্রমিক সংগঠনের নেতাদের। অনেক নেতা-কর্মীকে আটক এবং বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে বলে তাদের দাবি। তবে শ্রমমন্ত্রী মুজিবুল হক রয়টার্সকে বলেছেন, ‘ওইসব বিক্ষোভ ছিল বেআইনি এবং আইন-শৃঙ্খলার জন্য হুমকি।’ তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নিতে হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, শ্রমিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।’

আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের জোট ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ এবং ক্লিন ক্লথ ক্যাম্পেইন নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর অ্যাপারেল সামিট বর্জনের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে বাংলােদশের তৈরি পোশাক খাতে শ্রমিক অধিকার ও স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ নিশ্চিত করার বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়বে। ক্লিন ক্লথস ক্যাম্পেইন জানিয়েছে, এইচ অ্যান্ড এম, ইন্ডিটেক্স (জারা), সি অ্যান্ড এ, নেক্সট ও চিবোর মতো বড় ব্র্যান্ড নিজেদের প্রায় সব কাপড়ই বাংলাদেশে উৎপাদন করে থাকে। এদের অ্যাপারেল সামিট বর্জন করাটা নজিরবিহীন ঘটনা। ব্র্যান্ডগুলো প্রতিবছর বাংলাদেশ থেকে কয়েকশ’ কোটি ডলারের পোশাক কিনে থাকে।

২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধন করার কথা রয়েছে।

বুধবার নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলতে সরকার, গার্মেন্ট মালিক ও টেড ইউনিয়ন নেতারা আলোচনা করেছেন। বিজিএমইএ-র প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেছেন, ‘ডিসেম্বরে গড়ে উঠা আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা আইন-বহির্ভূত সমাবেশ করেছে। তাদের অবৈধ কর্মকাণ্ডের ফলে প্রকৃত শ্রমিকরা নয়দিন কাজ করতে পারেনি। এমন অবস্থায় আমরা কি করতে পারতাম? আমরা সরকারের দারস্থ হয়েছি।’

তবে ক্লিন ক্লথস ক্যাম্পেইনের মিরিয়াম ভ্যান হিউটেন বলছেন, ‘নেতৃস্থানীয় পোশাক ব্র্যান্ডগুলি ঢাকা অ্যাপারেল সামিট বয়কটের মাধ্যমে বিজিএমইএ এবং বাংলাদেশ সরকারকে পরিষ্কারভাবে এই বার্তাই দিতে চায় যে, আটক ব্যক্তিদের মুক্তি না দিলে, তাদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার না করলে এবং ট্রেড ইউনিয়নের নেতাদের হয়রানি বন্ধ না করলে তারা পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য আয়োজিত এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।’

ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক পিটার ম্যাকঅ্যালিস্টার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এই শিল্পে শ্রমিক ও শ্রমিক নেতাদের অবস্থান ভালো নয়। কিন্তু এই ক্ষেত্রের টেকসই উন্নতির জন্য এটা আবশ্যক।’ 

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

 

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?