X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

লাহোরে মুহূর্তের ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণ, সামরিক এলাকার বিস্ফোরণে নিহত ৯

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩০
image

লাহোরের প্রতিরক্ষা অঞ্চলে বিস্ফোরণ পাকিস্তানের লাহোরের সামরিক এলাকার বিস্ফোরণের কিছু সময়ের মধ্যে দ্বিতীয় আরেকটি বিস্ফোরণের খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। তবে কর্তৃপক্ষ এই খবর অস্বীকার করেছে। ওদিকে বিভিন্ন আন্তর্জাতিক ও পাকিস্তানি সংবাদমাধ্যম লাহোরের সামরিক এলাকার বিস্ফোরণে ৮ জন নিহতের খবর দিয়েছে। তবে পাকিস্তানভিত্তিক ডন তাদের নিজস্ব সূত্রে ৯ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। দেশটির সেনাবাহিনী দেশব্যপী সন্ত্রাসবাদবিরোধী অভিযান শুরুর ঘোষণা দেওয়ার একদিনের মাথায় এই হামলা হলো। হামলায় ২১ জনের আহত হওয়ার খবর দেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে ডন বলছে আহতের সংখ্যা ২০ জন। ধারণা করা যাচ্ছে, আহত ২১ তম ব্যক্তির নিহত হওয়ার তথ্য পেয়েছে ডন।

প্রথমে রাষ্ট্রীয় বাহিনীর তরফে হামলার কারণ দুর্ঘটনাজনিত বিস্ফোরণ বলা হলেও পরে জানানো হয়েছে, এটি জঙ্গি বোমা হামলা ছিল। লাহোর সামরিক অঞ্চলের জি ব্লকের জনাকীর্ণ বাজার অঞ্চলে এই বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শী ব্যাংককর্মী মোহাম্মদ খুররাম ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘প্রচণ্ড বিস্ফোরণে আমাদের ভবনটি কেঁপে উঠে। আমরা ভবন থেকে দ্রুতে নেমে যাই এবং নিচে দাঁড় করিয়ে রাখা একটি মোটরবাইকে আগুন জ্বলতে দেখি। বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের সবগুলো ভবনের জানালার কাঁচ ভেঙ্গে গেছে।’

পাঞ্জাবের প্রাদেশিক পুলিশের মুখপাত্র নায়েব হায়দার ওয়াই ব্লকের বোমা হামলা সম্পর্কে নিশ্চিত করেছেন। লাহোরের মেয়র ক্যাপ্টেন মুবাশ্বির জাভেদ মালিক জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে বিস্ফোরণ হয়েছে। উল্লেখ্য, ওয়াই ব্লকে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এইচবিএল, টনি অ্যান্ড গাই, গ্লোরিয়া জিনস, বম্বে চটপটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে রয়েছে। টিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর এসব প্রতিষ্ঠানের দরজা-জানালা ভেঙেচুরে গেছে। চারদিকে ভাঙা জিনিসপত্র ছড়িয়ে পড়েছে। এমনকি কিছুটা দূরে রাস্তার ওপরে রাখা গাড়ির কাচগুলোও ভেঙেচুরে গেছে।

প্রাথমিকভাবে স্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজ এ জেনারেটর বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছিল। পরে পাঞ্জাব পুলিশ ও প্রাদেশিক সরকারের পক্ষ থেকে রয়টার্সকে বিস্ফোরণের কারণ বোমা বলে জানানো হয়। পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, এটি স্পষ্টত বোমা হামলা ছিল।  মুখপাত্র নায়েব হায়দার বলেন, ‘সেখানে কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলছে। তাই হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ কর্মকর্তারা জানান, লাহোরের একটি আবাসিক এলাকার পাশে অবস্থিত ওই বাজারটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। সেখানে থাকা বাড়ি, ব্যাংক ও দোকানগুলোও ঘিরে রাখা হয়েছে এবং কাউকে ঢুকতে বা বেরতে দেওয়া হচ্ছে না।

সম্প্রতি পাকিস্তান জুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। গত ১৭ ফেব্রুয়ারি সিন্ধু প্রদেশে একটি সুফি মাজারে আত্মঘাতী হামলায় ৯০ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে। ওই হামলার পর পাকিস্তান জুড়ে বিশেষ করে সিন্ধু প্রদেশ এবং আফগান সীমান্তে অভিযানে শতাধিক জঙ্গি নিহত হওয়ার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার ডনের খবরে জানা গেছে, গুলবার্গ এলাকার কাছে আরেকটি বিস্ফোরণ হয়েছে। দ্বিতীয় এই বিস্ফোরণ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অবশ্য আইনমন্ত্রী রানা সানাউল্লাহ গুলবার্গ বিস্ফোরণের খবর অস্বীকার করেছেন।

/বিএ/

সম্পর্কিত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
সর্বশেষ খবর
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার