X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যের বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন প্রবাসী বাংলাদেশিরা

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:৩৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:৫৯

লন্ডনের বিভিন্ন শহরেই চোখে পড়ে প্রবাসী বাংলাদেশিদের দোকান (ছবি: ইন্টারনেট থেকে) ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্ক উন্নয়নশীল করার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ব্রিটিশ সরকারের বিশ্বাস। গত ২২ ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্টমিনস্টার হলে কমনওয়েলথ বাণিজ্যের ওপর অনুষ্ঠিত একটি বিতর্ক চলাকালীন যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী গ্রেগ হ্যান্ডস এ আশাবাদ ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর ব্রিটেনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রবাসী জনগোষ্ঠীরা যে অনেক গুরুত্বপূর্ণ তা প্রমাণ হবে বলে মন্তব্য তার।

যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী বলেছেন, ‘অবিশ্বাস্য ব্যাপার হলো, বাণিজ্য খাতে প্রবাসীরা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। কমনওয়েলথের সঙ্গে বাণিজ্য সামর্থ্য বৃদ্ধিতে এটাই এখন যুক্তরাজ্যের মূল টোটকা। এসব প্রবাসীর বেশিরভাগই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া ও ক্যারিবীয়। পরিবর্তনশীল ও ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং বর্তমান বিশ্বে কমনওয়েলথ আমাদের জন্য অন্য যে কোনও সময়ের চেয়ে এখন খুব গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে রয়েছে বিরাট বাজার, আদতে এটি বাজারের চেয়েও বেশিকিছু। কারণ, সবদিক দিয়েই কমনওয়েলথের সমৃদ্ধি এখন তুঙ্গে।’

জানা গেছে, ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটির ৫ লাখ প্রবাসী যুক্তরাজ্য জুড়ে রাজনীতি, সামাজিক ও অন্যান্য ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছেন। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইন সম্প্রতি বাংলা ট্রিবিউনকে জানান, যুক্তরাজ্য-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ব্যাপক অবদান রাখছেন প্রবাসীরা। তাই সামগ্রিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি করাই এখন যুক্তরাজ্যের মূল উদ্দেশ্য।

এ সপ্তাহে সংসদীয় বিতর্কে বাংলাদেশি কমিউনিটিকে নিজের অঞ্চলে বেশ সক্রিয় বর্ণনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য সায়মন ডানসাক। তিনি মনে করেন, দেশের উন্নয়নে তাদের পক্ষে সত্যিকারের অবদান রাখা সম্ভব। তার কথায়, ‘এ ধরনের কমিউনিটি যুক্তরাজ্য ও কমনওয়েলথের মধ্যকার চলমান বাণিজ্য সম্পর্কে বিশাল ভূমিকা রাখতে ও বিনিয়োগ বৃদ্ধি করতে পারে। প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি শুধু ইংরেজি নয়, মাতৃভাষা বাংলা এবং আঞ্চলিক ভাষায়ও কথা বলে। ব্রিটিশদের অনেকের কাছেই বিষয়টি অজানা।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা ওয়েস্টমিনিস্টারে যারা বসে আছি, তাদের সবার চেয়ে কমনওয়েলথ দেশগুলোর স্থানীয় রীতিনীতি, ঐতিহ্য ও রুচি সম্পর্কে ভালো জানাশোনা আছে তাদের। এমন কমিউনিটি নতুন বাজারে মূল্যবান সেতুবন্ধন ঘটাতে পারে। আশার কথা হলো, বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে।’

বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে কমনওয়েলথভুক্ত সব দেশের নানান বৈষম্য এড়িয়ে যাওয়া ও মানবাধিকার লঙ্ঘনের বিপক্ষে সতর্ক করেছেন সায়মন ডানসাক।

কমনওয়েলথের সঙ্গে ব্রিটেনের সুসম্পর্কের ব্যাপারে খুবই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন লেবার পার্টির সংসদ সদস্য ব্যারি গার্ডিনার। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ৪০ বছরের অংশীদারিত্ব শেষ হওয়ার পর কাছের বন্ধুদের সঙ্গে আমাদের দেশের বন্ধন ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। আমরা এখন উপলব্ধি করছি, পুরনো বন্ধুদের মূল্য কতোটা। তাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, জ্যামাইকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, নাইজেরিয়াসহ ৫২টি কমনওয়েলথভুক্ত সদস্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছি।’

কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইন্ডিয়ার সহ-চেয়ারপারসন রক্ষণশীল দলের সংসদ সদস্য শৈলেশ ভারা মনে করেন, ব্রেক্সিট পরবর্তী যুগে যুক্তরাজ্যের জন্য শূন্যস্থানগুলো পূরণ করতে পারে কমনওয়েলথভুক্ত ছোট দেশগুলো। তিনি বলেন, ‘২০১৫ সালে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকায় ৭০ শতাংশ রফতানি এবং কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে ৬৫ শতাংশ আমদানি করেছে যুক্তরাজ্য। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা শুধু কমনওয়েলথের বড় দেশগুলোর দিকেই তাকিয়ে নেই। ছোট দেশগুলোকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।’

/জেএইচ/টিএন/

সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে