X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪৫

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৫

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪৫ সিরিয়ার আল-বাব শহরের কাছে একটি গ্রামে শুক্রবার ভোরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে এক আইএস জঙ্গি। এতে নিহত হয়েছেন অন্তত ৪৫ জন। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল-বাবের উত্তরপশ্চিমাঞ্চলের সোসিয়ান গ্রামে তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির একটি চেকপোস্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ সময় সেখানে বহুসংখ্যক বেসামরিক লোকজন উপস্থিত ছিলেন। হঠাৎ করেই একটি গাড়ি ঘটনাস্থলে এসে বিস্ফোরণ ঘটায়।

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গিদের সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল এই আল বাব। বৃহস্পতিবার সেখান থেকে আইএস জঙ্গিদের উৎখাত করে ফ্রি সিরিয়ান আর্মি। ফলে তুর্কি সমর্থিত গ্রুপটির ওপর জঙ্গিদের ক্ষোভ ছিল।

২০১৬ সালের আগস্টে অভিযান শুরুর পর থেকে তুর্কি সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই আল-বাব শহর। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সম্প্রতি বলেছেন, আল বাব শহরকে আইএস-এর হাত থেকে মুক্ত করাই শুধু নয়, বরং সিরিয়ায় তুর্কি সেনা হস্তক্ষেপের প্রকৃত উদ্দেশ্য রাকার সামগ্রিক সীমান্ত অঞ্চল থেকে জঙ্গিদের দমন করা। বাহরাইন, সৌদি আরব এবং কাতার সফরের উদ্দেশে দেশত্যাগের সময় এমন মন্তব্য করেন এরদোয়ান। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য ৫০০০ কিলোমিটারের ওই অঞ্চলকে জঙ্গিমুক্ত করা।

দীর্ঘদিন ধরে সিরিয়ায় বেসামরিকদের জন্য একটি মুক্তাঞ্চল গড়ে তোলার ব্যাপারে আলোচনা চলছে। ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে এক ফোনালাপে আইএসবিরোধী যৌথ লড়াইয়ের অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সিরিয়ার আল-বাব ও রাকা শহরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের ব্যাপারে সম্মত হন তারা। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি