X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকো সীমান্তে দেয়াল শিগগিরই: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৫

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে শিগগিরই দেয়াল নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মেরিল্যান্ডে দেওয়া বক্তব্যে এ বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন এই ধনকুবের রাজনীতিক। সেখানে তিনি রিপাবলিকান পার্টির কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) যোগ দেন।

নির্বাচনি প্রচারণায় যেভাবে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বলে স্লোগান তুলেছিলেন ট্রাম্প শুক্রবারও তার বক্তব্যে এর প্রতিধ্বনি দেখা গেছে। সিপিএসি’তে দেওয়া ভাষণে তিনি বলেন, আমেরিকার নাগরিকরাই হবেন প্রথম এবং একটা মহান সীমান্ত দেয়াল তোলা হবে। ট্রাম্পের ভাষায়, এটা হবে একটা ‘গ্রেট, গ্রেট বর্ডার ওয়াল।’

এ সময় তার ভাষায় ‘খারাপ লোকদের’ যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ারও অঙ্গীকার করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “বিদেশি সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম হবে না; যদি তারা এদেশে প্রবেশ করতে না পারে।

‘ইউএসএ, ইউএসএ, ইউএসএ’ স্লোগান তুলে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানান সমর্থকরা।

২০১৬ সালের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) যোগ দেননি ট্রাম্প। তবে তার আগের বছর ২০১৫ সালের কনফারেন্সে যোগ দেন তিনি।

শুক্রবার মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ট্রাম্পের বক্তব্যের একদিন আগেই বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের এ সংক্রান্ত নীতি নিয়ে নিজেদের 'উদ্বেগ' ও 'বিরক্তি' কথা জানায় মেক্সিকো। দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে আলোচনায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এই উদ্বেগ ও ক্ষোভ তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার ঘোষণায় ডোনাল্ড ট্রাম্পের ওপর আগে থেকেই ক্ষুব্ধ মেক্সিকো। কারণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে। এছাড়া সম্প্রতি, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার এবং বহিস্কার শুরু করেছে। সেই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মন্ত্রী মেক্সিকো সফর করেন।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগারায় বলেছেন, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণযোগ্য নয়। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা