X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যেভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২১
image

উত্তর কোরিয়ার পতাকা উত্তর কোরিয়ার ওপর আরোপ করা জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে দেশটি। জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকটি বিদেশি কোম্পানির মাধ্যমে নিষেধাজ্ঞার ভেতরেও আন্তর্জাতিক লেনদেন চালু রেখেছে উত্তর কোরিয়া। ওই প্রতিবেদন প্রকাশের আগেই তার একটি কপি রয়টার্সের হাতে পৌঁছায়।

উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিপরীতে জাতিসংঘ দেশটির ওপর শক্তিশালী আর্থিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু অবৈধ বাণিজ্যের মাধ্যমে তার প্রভাব এড়িয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের বিশেষজ্ঞরা এ সম্পর্কিত ১০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছেন।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ‘নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু কোম্পানি ও ব্যাংক এজেন্টের মাধ্যমে আর্থিক লেনদেন চালাচ্ছে। ওই এজেন্টরা আর্থিক কর্মকাণ্ড পরিচালনায় খুবই দক্ষ এবং এ কাজে তাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তারা অস্ত্র, সামরিক রসদসহ বিভিন্ন পণ্য সীমান্তের বাইরে নিয়ে যেতে সক্ষম।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর উচিত বাণিজ্যিক কর্মকাণ্ডে জড়িত উত্তর কোরীয় কূটনীতিকদের প্রতি নজরদারি বাড়ানো। কারণ তারা অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।’

প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরিয়া অবৈধভাবে বাণিজ্যের কৌশল আরও বাড়াচ্ছে। আর এর ফলে তারা খণ্ড খণ্ডভাবে সমরাস্ত্র আমদানি করছে। এমনই এক বাণিজ্যে প্রচুর সামরিক সরঞ্জাম আটকও করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ৪৫টি আটক করা রেডিও মালয়েশিয়াভিত্তিক ‘গ্লোকম’ কোম্পানি প্রস্তুত করেছে। উত্তর কোরিয়ার দু’টি কোম্পানি এসব অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়া যে প্রক্রিয়ায় নিষেধাজ্ঞার মধ্যেও আর্থিক ব্যবস্থা চালাচ্ছে, সে সম্পর্কেও ওই প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে উত্তর কোরিয়ার ওপর বড় মাত্রায় আর্থিক নিষেধাজ্ঞা জারির পরও তারা অবৈধপথে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকেছে।

জাতিসংঘের ওই প্রতিবেদনে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা শক্তভাবে পালন করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়