X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে হেনস্তার শিকার মোহাম্মদ আলীর পরিবার

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৭

মোহাম্মদ আলীর পরিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ থাকলেও বাস্তবে মুসলিম নাগরিকদের বিমানবন্দরে কঠোরতার মুখে পড়তে হচ্ছে। এ কঠোরতা মাঝে মাঝেই হেনস্তার পর্যায়ে পৌঁছাচ্ছে। সর্বশেষ প্রয়াত কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর পরিবারকেও মুসলিম হওয়ার জন্য ফ্লোরিডা বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল।

ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারি। ওই দিন মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী খালিলাহ কামাচো আলী ও ছেলে মোহাম্মদ আলী জুনিয়রকে ফ্লোরিডার ফোর্ড লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার মুখে পড়েন। মুসলিম ও আরবি ঘরানার নামের কারণেই বিমানবন্দরের কর্মকর্তাদের চোখে তারা সন্দেহভাজন হয়ে যান।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, বিমানবন্দরের কর্মকর্তা তাদেরকে সন্দেহ করে কয়েক ঘণ্টা আটক রাখেন। এ সময় তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। কর্মকর্তারা বারবার তাদের ধর্মীয় পরিচয় জানতে চান।

আলী পরিবারের বন্ধু ও আইনজীবী ক্রিস মানসিনি জানান, জ্যামাইকায় একটি অনুষ্ঠান শেষে মোহাম্মদ আলী জুনিয়র ও তার মা ওই বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাদের নাম আরবি ভাষার লক্ষ্য করেন অভিবাসন কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে তাদেরকে অন্য যাত্রীদের থেকে আলাদা করে ফেলা হয়।

মানসিনি আরও জানান, মোহাম্মদ আলী জুনিয়র ও তার মাকে আটক করার পর কামাচো-আলী অভিবাসন কর্মকর্তাদের একটি ছবি দেখান। তাতে রয়েছেন প্রয়াত স্বামী মোহাম্মদ আলী ও কামাচো-আলীর ছবি। তা দেখে অভিবাসন কর্মকর্তারা কামাচো-আলীকে ছেড়ে দেন। কিন্তু ছেলে মোহাম্মদ আলীকে আটকে রাখা হয় দুই ঘন্টা।

আলী পরিবারের আইনজীবী জানান, এ সময় বার বার তার কাছে জানতে চাওয়া হয় কোথা থেকে তুমি তোমার নাম পেয়েছো? তুমি কি একজন মুসলিম? এক পর্যায়ে মোহাম্মদ আলী জুনিয়র উত্তরে বলেন, হ্যাঁ আমি মুসলিম। তারপরও কর্মকর্তাকে তাকে আটকে রেখে তার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন করতে থাকেন। তার কাছে জানতে চান তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন।

মানসিনি জানিয়েছেন, আলী পরিবার এখন এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র: মেট্রো ইউকে।

/এএ/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া