X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উ. কোরীয় কোম্পানির অস্ত্র ব্যবসা সম্পর্কে অবগত মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৪
image

উ. কোরীয় কোম্পানির অস্ত্র ব্যবসা সম্পর্কে অবগত মালয়েশিয়া মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুই উত্তর কোরীয় কোম্পানির অস্ত্র ব্যবসা সম্পর্কে অবগত এবং ইতোমধ্যে এ সম্পর্কে পদক্ষেপও নিয়েছে দেশটি।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ৩০টিরও বেশি রেডিও আটক করা হয়েছে। মালয়েশিয়াভিত্তিক ‘গ্লোকম’ কোম্পানি এগুলো প্রস্তুত করেছে। উত্তর কোরিয়ার দু’টি কোম্পানি ইন্টারন্যাশনাল গ্লোবাল সিস্টেম এবং ইন্টারন্যাশনাল গোল্ডেন সার্ভিসেস এসব অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।  

এক বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, দুটি কোম্পানিকেই কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অনুযায়ী যথযথ পদক্ষেপ নিয়েছি।’

ওই কোম্পানিগুলোর কাছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত রেডিও বিক্রি করে গ্লোকম আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। উল্লেখ্য, গ্লোকম নামে মালয়েশিয়ায় কোনও কোম্পানি নেই। তবে এটির ওয়েবসাইট ২০০৯ সালে রেজিস্টার্ড করে ইন্টারন্যাশনাল গ্লোবাল সিস্টেম এবং ইন্টারন্যাশনাল গোল্ডেন সার্ভিসেস-এর নাম যোগাযোগের তালিকায় লেখা রয়েছে। মালয়েশীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

খালিদ আরও জানান, ২০০৫ সালে মাল্টিমিডিয়া, ইলেকট্রনিকস এবং সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ইন্টারন্যাশনাল গ্লোবাল সিস্টেম রেজিস্টার্ড করা হয়। ইন্টারন্যাশনাল গোল্ডেন সার্ভিসেস ২০১২ সালে তথ্য-প্রযুক্তি কোম্পানি হিসেবে রেজিস্টার্ড করা হয়।

জাতিসংঘের যে প্রতিবেদন রয়টার্স ফাঁস করেছে, সেখানে বলা হয়েছে, মালয়েশিয়া ওই দুই উত্তর কোরীয় কোম্পানি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

মালয়েশিয়া এমন হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় রয়েছেন, যার সঙ্গে উত্তর কোরিয়ার উষ্ণ সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি কুয়ালা লামপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং নাম হত্যার ঘটনায় দেশ দু’টির মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তেভেজ
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তেভেজ
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…