X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দ. কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা স্থাপন নিয়ে চীনের ক্ষোভ

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০১
image

থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় প্রতিরক্ষা নিরাপত্তা বৃদ্ধিতে থাড প্রতিরোধ ব্যবস্থা উদ্বোধন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ জানিয়েছে চীন।

সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চুক্তি বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে একথা জানিয়েছেন, দেশটির নিরাপত্তায় কর্মকর্তারা। এর ফলে দক্ষিণ কোরিয়া স্বল্প, মধ্য ও দূরপাল্লার যে কোনও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম।

গত বছর থাড ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া। সম্প্রতি আন্তর্জাতিক কনগ্লোমারেট লোটে-র সঙ্গে দ. কোরিয়ার এক চুক্তির ফলে দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এই ধরণের প্রতিরক্ষা বাস্তবায়নের পথ সুগম হয় বলে জানা যায়।

এই খবর প্রকাশের পর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিবাদিত ভূমি নিয়ে চীন আলোচনা বয়কট করার হুমকিও জানিয়েছেন।

গত বুধবারে দেশটি এ ধরণের একটি চুক্তি করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দ. কোরিয়া সরকার এ বছরের শেষের দিকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে যাচ্ছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে জানিয়েছেন, থাড স্থাপন করা হলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটবে। সেক্ষেত্রে চীন গাড়ি ও ইলেকট্রনিকসের মতো দক্ষিণ কোরীয় পণ্য চীনে আমদানি নিয়ন্ত্রণ ও প্রয়োজনে নিষিদ্ধ করারও আহ্বান জানানো হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া দাবি করেছে, চীনা জনগণ জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ওইসব বিলাসবহুল পণ্য ব্যবহার থেকে বিরত থাকতে প্রস্তুত।

এরআগে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস প্যাট্রিস দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে জানান, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দক্ষিণ কোরিয়াকে সর্বাত্মক সহযোগিতা করবে ট্রাম্প প্রশাসন। তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন।

তবে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের দাবি, থাড কেবল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকির জন্যই গড়ে তোলা হয়েছে। অন্য কোনও দেশকে তার লক্ষ্য করা হয়নি।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি