X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চীনে ‘রক্তবন্যা’ বইয়ে দেওয়ার হুমকি দিয়ে আইএসের ভিডিও বার্তা

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ০১:৪৩আপডেট : ০২ মার্চ ২০১৭, ০৪:৪৮

চীনে ‘রক্তবন্যা’ বইয়ে দেওয়ার হুমকি দিয়ে আইএসের ভিডিও বার্তা চীনের সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা দেশে ফিরে রক্তবন্যা বইয়ে দেওয়ার হুমকি জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, চীনকে লক্ষ্য করে এ ধরনের হুমকি এই প্রথম দেওয়া হলো। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, সোমবার হুমকির ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিও বার্তাটি পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, এতে যেসব আইএস যোদ্ধাদের দেখানো হয়েছে তারা চীনের সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের।

দীর্ঘদিন ধরে চীন দেশটির পশ্চিমাঞ্চলের জিনজিয়াং অঞ্চলে একাধিক হামলার জন্য নির্বাসিত উইঘুর সম্প্রদায়কে দায়ী করে আসছে। জিনজিয়াংয়ের উইঘুর সম্প্রদায়ের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলোর সম্পর্কের বিষয়ে বেশ কয়েকবার সতর্কও করা হয়েছিল।

আইএসের ভিডিওতে এক তথ্যদাতার শিরশ্ছেদের আগে উইঘুরের এক যোদ্ধাকে চীনের বিরুদ্ধে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে ওই উইঘুর যোদ্ধা বলেন, ‘ওহ, আপনি চীনা, যারা মানুষের কথা বোঝে না! আমরা খিলাফতের সৈনিক, আমরা তোমাদের সামনে হাজির হবো, অস্ত্রের ভাষা পরিষ্কার করার জন্য, নদীর মতো রক্তের বন্যা বইয়ে দিতে এবং নির্যাতনের প্রতিশোধ নিতে।’

ভিডিও বার্তায় ভারি অস্ত্রশস্ত্রসহ শিশুদের বক্তব্য দিতে, নামাজ পড়তে এবং আরও তথ্যদাতাতের হত্যা করতে দেখা যায়।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জিনজিয়াং বিশেষজ্ঞ ড. মাইকেল ক্লার্ক প্রথমবারের মতো উইঘুর জঙ্গিরা আইএসের প্রতি আনুগত্য স্বীকারের দাবি করেছে।

এর আগে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্র সতর্ক করে জানিয়েছিল, চীনে মুসলিমদের প্রতি কঠোর বাধ্যবাধকতার কারণে শতাধিক উইঘুর আইএসে যোগ দিয়েছে।

উল্লেখ্য, চীনে সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায় ধর্মীয় ও সাংস্কৃতিক নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চীনা কর্তৃপক্ষ বেশ কিছু মুসলিম ধর্মীয় আচার ও রীতি পালনের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে, দাড়ি রাখা, হিজাব পরা এবং রমজানে রোজা রাখা। সূত্র: আল-জাজিরা।

/এমপি/এএ/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন