X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবিরোধী অভিযানে পেন্টাগনকে আরও ক্ষমতা দিচ্ছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৭, ১৭:২৮আপডেট : ০৩ মার্চ ২০১৭, ২৩:০২

ডোনাল্ড ট্রাম্প ও জিম ম্যাটিস মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করার জন্য আরও ক্ষমতা দেওয়ার চিন্তা-ভাবনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে নেতৃত্বাধীন হোয়াইট হাউস। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) ও অপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ তীব্র করার অংশ হিসেবেই ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, পেন্টাগনের ক্ষমতা বৃদ্ধির ফলে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও দ্রুত ও সহজে পরিচালনা করা যাবে। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করা হবে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ওবামার সময় সিদ্ধান্ত গ্রহণের জটিলতার কারণে হতাশ ছিলেন পেন্টাগন কর্মকর্তারা।

হোয়াইট হাউসের প্রেস সচিব শেন স্পাইসার এ প্রস্তাবকে ‘নীতির পরিবর্তনের চাইতে একটি দর্শন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এতে করে স্বাক্ষর করার প্রটোকলের পরিবর্তন হবে না। ট্রাম্প বিশ্বাস করেন, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হচ্ছেন পেন্টাগন কর্মকর্তারাই।

সমালোচকরা বলছেন, পেন্টাগনকে আরও সামরিক ক্ষমতা দেওয়ার কারণে ফল খারাপ হতে পারে। যেমন- জানুয়ারিতে ইয়েমেনে পরিচালিত বিশেষ অভিযানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ওই অভিযানে মার্কিন নৌবাহিনীর সিল টিমের ৬ সদস্য ও ২৪ জনের মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। এছাড়া এর ফলে, কোনও অভিযানের ফল খারাপ হলে তার দায় পেন্টাগনের ওপর বর্তাবে বলেও মনে করছেন সমালোচকরা।

বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন ইয়েমেনে আল-কায়েদার সন্দেহভাজন অবস্থানের ওপর বিমান হামলা পুনরায় শুরু করেছে। সমন্বিত এ হামলাটি ইয়েমেনের তিনটি প্রদেশে চালানো হয়। পেন্টাগনের মতে, এসব অবস্থানে জঙ্গিদের উপস্থিতি রয়েছে।

ট্রাম্পের নির্দেশে সোমবার হোয়াইট হাউসের কাছে পেন্টাগনের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবটি উত্থাপন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এতে আইএসবিরোধী লড়াইয়ে গতি আনার জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে।

ট্রাম্প ঘোষিত মার্কিন জাতীয় নিরাপত্তানীতি শক্তিশালী করার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে পেন্টাগনের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব।  কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প ‘সভ্য পৃথিবী’কে ঐক্যবদ্ধ করে বিশ্ব থেকে ‘র‍্যাডিক্যাল ইসলামি সন্ত্রাসবাদ’কে সমূলে উৎপাটনের আহ্বানের মধ্যদিয়ে মুসলিম বিদ্বেষী রূপরেখা স্পষ্ট করেছেন। ভাষণে আবারও সরাসরি ইসলামি চরমপন্থীদের শত্রু হিসেবে ঘোষণা করেন। মুসলিম মিত্রদের নিয়ে ‘প্রধানতম শত্রু’ ইসলামিক স্টেট (আইএস) নির্মূলের পরিকল্পনার কথা জানান তিনি।  সূত্র: নিউ ইয়র্ক টাইমস।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা