X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দূষিত পরিবেশের কারণে বছরে ১৭ লাখ শিশুর মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ১৯:০৬আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:০৬

নেপালে দূষিত পরিবেশে শিশুরা বিশ্বে প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী ১৭ লাখ শিশুর মৃত্যু হয় অস্বাস্থ্যকর বা দূষিত পরিবেশের কারণে। যা এই বয়সের শিশু মৃত্যুর ২৫ শতাংশ। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দূষিত পরিবেশের মধ্যে রয়েছে নোংরা পানি ও বায়ু, ধোঁয়া ও স্বাস্থ্যকর পরিবেশের অনুপস্থিতি বা ঘাটতি। এর ফলে শিশুরা ডায়রিয়া, ম্যালেরিয়া ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান এক বিবৃতিতে বলেন, দূষিত পরিবেশ মরণঘাতী, বিশেষ করে কম বয়সী শিশুদের জন্য। শিশুদের ক্রমবর্ধমান অঙ্গ ও প্রতিরোধ ব্যবস্থা, ছোট শরীর ও শ্বাসযন্ত্রের কারণে দূষিত বায়ু ও পানি তাদের হুমকির মুখে ফেলে দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অল্প বয়সে শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার ফলে সারাজীবন তাদের অ্যাজমার মতো শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকিতে থাকে। দূষিত বায়ু তাদের হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বাড়িতে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকা, কয়লা ও গোবরের মতো জ্বালানি ব্যবহার করে রান্নার কারণে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া খাবার, পানি, বায়ু ও বিভিন্ন দ্রব্যের মধ্য দিয়ে শিশুরা ক্ষতিকর রাসায়নিক গ্রহণ করছে।

সংস্থাটির জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ মারিয়া নেইরা জানান, মৃত্যুর হারটি অনেক বেশি। শিশুদের জন্য সবস্থানকে নিরাপদ করে তোলার জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র: রয়টার্স

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট