X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আবারও আলোচনায় ভারত-মিয়ানমার-বাংলাদেশ গ্যাসলাইন

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৭, ১৩:৩৮আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৫:২০
image

আবারও আলোচনায় ভারত-মিয়ানমার-বাংলাদেশ গ্যাসলাইন মিয়ানমার-ভারত আন্তঃদেশীয় গ্যাসলাইন স্থাপনের আলোচনা হয়েছিল গত দশকের মাঝামাঝি। বাংলাদেশকেও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে তখনকার বিএনপি-জামায়াত জোট সরকার ওই প্রস্তাবে রাজি হয়নি। ভারতের বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানাচ্ছে, সেই গ্যাসলাইন স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। এবার শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশও গ্যাসলাইন স্থাপনের প্রস্তাবটি পুনর্বিবেচনার ব্যাপারে তৎপর হয়েছে।

সোমবার ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ-এর ভারতীয় সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রস্তাবিত গ্যাসলাইনটি প্রাথমিকভাবে  মিয়ানমারের আরাকান রাজ্যের সিতওয়ে থেকে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামকে সংযুক্ত করবে। পরে পশ্চিমবঙ্গ, আসাম এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যও এর আওতায় আসবে।

মিয়ানমার, আসাম এবং ত্রিপুরা থেকে উৎপাদিত গ্যাস ভারতের বিভিন্ন অঞ্চল ও বাংলাদেশে বিক্রি ও সরবরাহের জন্য এই গ্যাসলাইন ব্যবহার করা হবে। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানান, পাইপলাইন স্থাপনের বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে জিএআইএল, ওএনজিসি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি।

অনির্দিষ্ট সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ‘পাইপলাইন নির্মিত হলে’ মিয়ানমার ও ত্রিপুরা থেকে গ্যাস কিনতে আগ্রহী বাংলাদেশ। পাইপলাইন স্থাপন সম্পর্কে ভারতে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার নোমান চৌধুরী তাদের জানিয়েছেন, ‘আমাদের প্রচুর জ্বালানি চাহিদা রয়েছে। আর আমরা জ্বালানি দেশে নিয়ে আসার জন্য এমন প্রস্তাব বিবেচনা করছি।’

উল্লেখ্য, মিয়ানমার ও চীনের মধ্যে ২০১০ সালে ২৩৩৮ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই পাইপলাইনে ৩০ বছরে প্রায় সাড়ে ছয় কিউবিক ফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম চীন।

আর ভারত-মিয়ানমার-বাংলাদেশের  প্রস্তাবিত গ্যাসলাইনটির দৈর্ঘ্য হবে প্রায় সাত হাজার কিলোমিটার। মিয়ানমারে সমুদ্রের তলায় সম্প্রতি কয়েকটি গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে। এর ফলে দেশটি এখন গ্যাসের নতুন বাজার খুঁজছে। 

/এসএ/বিএ/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়