X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ভারতে সন্দেহভাজন আইএস জঙ্গি নিহত

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৭, ০৯:৩৪আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০৯:৩৫
image

 

১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ভারতে সন্দেহভাজন আইএস জঙ্গি নিহত ভারতে ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে এক সন্দেহভাজন আইএস জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় পুলিশ। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার মধ্যপ্রদেশের সাজাপুরে জেলার জাবদি স্টেশনের কাছে ভোপাল-উজ্জ্বয়নী ট্রেনে বিস্ফোরণের পর  জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে ভারতীয় পুলিশ। বিস্ফোরণে ১০ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গোয়েন্দা সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করে, ট্রেনের বিস্ফোরণে হাত রয়েছে আইএস জঙ্গিদের। এরপরই তল্লাশি চালিয়ে ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় ।

এনডিটিভির খবরে  বলা হয়েছে, উত্তরপ্রদেশের লহ্মৌ সংলগ্ন ঠাকুরগঞ্জের এক বাড়িতে দুজন জঙ্গি ওই বাড়িতে ঢুকে পড়েছে; এমন খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে সইফুল্লাহ নামে ওই সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করা হয়। সে সময় পুলিশ জানায়, বাড়িটিতে একজন জঙ্গিই ছিল।

রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) দলজিৎ চৌধুরীর বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়,  বাড়িটির দরজা ভেঙে বাহিনী ভেতরে যায় এবং একজন সন্দেহভাজনের দেহই দেখতে পায়। তার কাছে ছিল অস্ত্রশস্ত্র। তিনি আরও বলেছেন, একটা সময় মনে হয়েছিল, ওই বাড়িটিতে একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। চৌধুরী জানিয়েছেন, অপারেশন শেষ। সন্ত্রাসদমন শাখা (এটিএস)-এর আইজি অসীম অরুণের দাবি অনুযায়ী নিহত সন্দেহভাজন জঙ্গি আইএসআইএসের সক্রিয় সদস্য বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট। ওই পুলিশ কর্মকর্তা জানান,  সে নৃশংস জঙ্গি সংগঠন আইএসের খুরাসান মডিউলের সদস্য।
/বিএ/



সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা