X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মাওবাদী সংশ্লিষ্টতার অভিযোগে বিকলাঙ্গ ভারতীয় অধ্যাপকের যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৭, ১০:২৮আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১০:২৯
image

মাওবাদী সংশ্লিষ্টতার অভিযোগে বিকলাঙ্গ ভারতীয় অধ্যাপকের যাবজ্জীবন কারাদণ্ড মাওবাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শারীরিকভাবে  দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এন সাইবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের এক আদালত। একই অভিযোগে নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং একজন প্রাক্তন সাংবাদিকসহ আরও ৫ জনের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

হিন্দুস্থান টাইমস-এর খবরে বলা হয়েছে, ২০১৪ সালে দিল্লি ইউনির্ভাসিটির অধ্যাপক জি এন সাইবাবাকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ।  একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ভিনদেশী বেশকিছু নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সাইবাবার সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে তাদের হাতে। সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন হেম মিশ্র নামে নেহরু বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রশান্ত রাহি নামের একজন প্রাক্তন সাংবাদিকও রয়েছেন সাজাপ্রাপ্তদের তালিকায়। বাড়িতে তল্লাশি চালিয়ে মাওবাদী নথিপত্র, হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ উদ্ধার হওয়ায় ২০১৩-এ গ্রেফতার হন হেম ও প্রশান্ত। সেই সূত্র ধরেই পরের বছর মে মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইবাবাকে। পরে শারীরিক কারণে জামিন পেয়ে যান ওই অধ্যাপক।

আদালত সূত্রের বরাত দিয়ে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার মাওবাদী সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত আরও ৫ জনের সঙ্গে সাইবাবারও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। আদালতের দাবি, দেশদ্রোহের অভিযোগে ইউএপিএ-র ১৩, ১৮, ২০, ৩৮ এবং ৩৯ নম্বর ধারায় সাজা হয়েছে সাইবাবা এবং তাঁর সহযোগীদের।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রশান্ত সতিনাথন আদালতের শুনানি চলাকালে বলেন, দীর্ঘদিন ধরে সক্রিয় ভাবে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন ওই অধ্যাপক। ২০১২ সালে ওড়িশা আর অন্ধ্রপ্রদেশে নিষিদ্ধ একটি মাওবাদী সংগঠনের সম্মেলনেও অংশ নিয়েছিলেন তিনি। সতিনাথনের যুক্তি, শারীরিক অক্ষমতা সত্ত্বেও তিনি এমন কাজে যুক্ত ছিলেন যার কারণে বহু মানুষের প্রাণহানী হয়েছে। অতএব প্রতিবন্ধী হলেও আদালত তাকে দেওয়া শাস্তির পরিমাণ কমাবে না।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি সুরাকান্ত সিন্ধে তাদের বিরুদ্ধে মাওবাদ সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানান। অভিযুক্তরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে রত ছিল বলেও দাবি করেন তিনি।

/বিএ/

সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা