X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ায় মার্কিন নৌসেনা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৭, ২০:২১আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২১:৪৫

আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ায় মার্কিন নৌসেনা সিরিয়ার রাক্কা শহরে ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে যুদ্ধে স্থানীয় মিত্রদের সহযোগিতা করতে কয়েকশ নৌসেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসের শক্ত ঘাঁটি রাক্কা দখলে সিরিয়ায় আসাদবিরোধী বিদ্রোহীদের সহযোগিতা করবে মার্কিন নৌসেনারা। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই সিরিয়ায় মার্কিন নৌসেনাদের আগমন শুরু হয়। রাক্কার পাশে একটি ফাঁড়ি স্থাপন করেছে তারা। এখান থেকে ৩২ কিলোমিটার দূরে আইএসের অবস্থান লক্ষ্য করে গোলা ছুড়ছে মার্কিন নৌসেনা। সামনের সপ্তাহে রাক্কায় অভিযান শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-কে সহযোগিতা করতে এর আগে থেকেই মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা সিরিয়ায় অবস্থান করছেন।

গত সপ্তাহের শেষের দিকে মার্কিন সেনাবাহিনীর একটি এলিট ফোর্সের বেশ কয়েকজন সদস্যদের রাক্কার উত্তর-পশ্চিমে মোতায়েন করা হয়। তাদের সঙ্গে ছিল ভারী অস্ত্রসম্বলিত সামরিক যান। এসডিএফ ও তুর্কি সমর্থিত বিদ্রোহীদের মধ্যে বিরোধ অবসানের জন্য তাদের মোতায়েন করা হয়।

এদিকে, বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসবিরোধী লড়াইয়ে অংশ নিতে মধ্যপ্রাচ্যের কুয়েতে ১ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েত থেকে ওই সেনাদের প্রয়োজন অনুযায়ী সিরিয়া ও ইরাকে পাঠানো হবে। সিরিয়া ও ইরাকে আইএস-বিরোধী লড়াইয়ে ইতোমধ্যে দেশটির প্রায় ছয় হাজার সেনা উপদেষ্টা হিসেবে নিয়োজিত রয়েছেন। তবে কুয়েতে পাঠানো সেনাদের কাজ কী হবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!