X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র-জাপান নৌ-মহড়া

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৭, ২৩:৩৫আপডেট : ১০ মার্চ ২০১৭, ২৩:৩৮

পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র-জাপান নৌ-মহড়া
পূর্ব চীন সাগরে যৌথ নৌ-মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনী। জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর অঞ্চলে বিদ্যমান উত্তেজনার মধ্যেই এ মহড়ায় অংশ নিলো দেশ দুটি। শুক্রবার যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চারদিনের এ মহড়া শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়।

চলতি সপ্তাহের গোড়ার দিকে শুরু হওয়া এ মহড়ায় জাপানের ডেস্ট্রয়ার এবং ইউএস নেভি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ অংশ নিয়েছে।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম সানকেই সিমবুন ডেইলি জানায়, পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে সতর্ক সংকেত দিতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। তবে পূর্ব চীন সাগরে চীন ও জাপানের দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষিতে সামরিক শক্তির জানান দেওয়াও এই যৌথ মহড়ার অন্যতম উদ্দেশ্য।

এদিকে বিদ্যমান উত্তেজনার মধ্যেই চারদিনের সফরে চীন, কোরিয়া ও জাপান যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে তার সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৯ মার্চের এই সফরে তিনি উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে এশিয়ার গুরুত্বপূর্ণ এ তিন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

১৫ মার্চ টোকিও, সেখান থেকে ১৭ মার্চ সিউল এবং ১৮ মার্চ বেইজিং সফরে যাবেন রেক্স টিলারসন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোনও কর্মকর্তার এ অঞ্চলে এটাই হবে প্রথম সফর।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টনার বলেন, সফরে উত্তর কোরিয়ার অত্যাধুনিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় কৌশলগত সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন রেক্স টিলারসন।

সফরকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন অর্থনীতি ও নিরাপত্তা স্বার্থ আরও জোরদারে যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রস্তুতি হিসেবে জাপান সাগরে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে অবিলম্বে দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে বলে হোয়াইট হাউসের বক্তব্যের পর এমন দাবি করলো উত্তর কোরিয়া। এ নিয়ে চলমান উত্তেজনার মুখেই এ অঞ্চল সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

উত্তর কোরিয়া সরকারি বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার জানিয়েছে, জাপানে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলার দায়িত্বপ্রাপ্ত উত্তর কোরিয়ার একটি সেনা ইউনিট সোমবার জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  দেশটির নেতা কিম জং-উন ব্যক্তিগতভাবে এ পরীক্ষা তত্ত্বাবধান করেছেন।

কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার সম্ভাব্য হুমকি মোকাবিলাও এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অন্যতম উদ্দেশ্য বলে দাবি করেছে পিয়ংইয়ং। ওই মহড়াকে উত্তর কোরিয়ায় হামলার প্রস্তুতি বলে মনে করছে দেশটি।

হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পাইসার উত্তর কোরিয়ার সাম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে  উত্তর কোরিয়ার ‘উস্কানিমূলক আচরণের’ পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এ ধরনের হুমকি প্রতিহত করার উদ্দেশ্যেই দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মোতায়েন করা হবে।

জাপান সাগরে সোমবার সকালে একসঙ্গে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্রের তিনটি প্রায় ১,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকা বা ইইজেড’র মধ্যে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহ্যাপ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র; যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। মূলত এরপরই চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন শুরু করে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলা করার উদ্দেশ্যেই স্থাপন করা হচ্ছে টার্মিনাল হাই অ্যালটিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) নামের এই প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এতে ইতোমধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তারা এটাকে  এশীয় অঞ্চলে জোরপূর্বক যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা বৃদ্ধির একটি অংশ হিসেবে বিবেচনা করছে।

টার্মিনাল হাই অ্যালটিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থায়ই সেটিকে ভূপাতিত করতে পারে। মূলতগতির শক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। এটি ২০০ কিলোমিটার দূরত্বে এবং ১৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় কাজ করতে পারে।

এর আগে গুয়াম এবং হাওয়াইয়ে থাড স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। তখনও উত্তর কোরিয়ার হামলার সম্ভাবনার কারণেই এটি স্থাপন করা হয়েছিল বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ। সূত্র: মেইল অনলাইন, ডেইলি সাবাহ, রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা