X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মৃত্যুর পরও সচল থাকে মানুষের মস্তিষ্ক!

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৭, ১৬:২৯আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৬:৩১

মৃত্যুর পরও সচল থাকে মানুষের মস্তিষ্ক! মৃত্যুর পরও মানুষের মস্তিষ্ক সচল থাকে বলে দাবি করেছেন কানাডার একদল গবেষক। তাদের দাবি অনুসারে, মানুষের মৃত্যুর পরও অন্তত ১০ মিনিট পর্যন্ত মস্তিষ্ক কাজ করতে থাকে। কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর একদল গবেষক বিষয়টি প্রথমবারের মতো পর্যবেক্ষণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

গবেষকরা জানান, চিকিৎসকরা হৃদস্পন্দন দেখেই রোগীকে মৃত ঘোষণা করেন। কিন্তু এরপরও কয়েকটি পরীক্ষায় দেখা গেছে, ওই মৃত মানুষের মস্তিষ্ক ঠিকই কাজ করছে। গভীর ঘুমের সময় মস্তিষ্ক যেমন কাজ করে ঠিক তেমনটাই করছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গবেষকরা দেখতে পান, এক ব্যক্তি মারা যাওয়ার পরও তার মস্তিষ্ক অনেকক্ষণ ধরে সচল ছিল।

এই গবেষণাপত্রটি চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর একদল গবেষক প্রকাশিত এই গবেষণায় বলা হয়, রক্তচাপ ও হৃদস্পন্দন থেমে গেলেও মস্তিষ্ক তরঙ্গ চলতে থাকে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি চারজনের একজন মৃত ব্যক্তির মস্তিষ্ক সচল থাকতে দেখা গেছে। প্রতিটি মস্তিষ্ক আলাদাভাবে কাজ করতে থাকে। এতে মৃত্যুর পরে কী হয় সেটা নিয়ে আরও রহস্য তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

চিকিৎসকরা এখনও জানেন না মস্তিষ্কের এই অদ্ভূত আচরণ কেন ঘটে। এটি নিয়ে এখনই কিছু বলতে চান না তারা। কারিগরি কোনও ত্রুটির কারণে এমনটা হয়নি বলেও জানান তারা।
গবেষকরা আগে মনে করতেন মৃত্যুর এক মিনিটের মধ্যেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তবে ওই গবেষণা চালানো হয়েছিল ইঁদুরের ওপর। মানুষের ক্ষেত্রে এমন কোনও পরীক্ষা-নিরীক্ষা  করা হয়নি।

এর আগে গত বছর প্রকাশিত দুটি পৃথক গবেষণায় দাবি করা হয়েছিল, মৃত্যুর পর বেশ কয়েকটি অঙ্গ সচল থাকে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এমএইচ/এএ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া